গত কয়েক মাসে সময়টা মোটেই ভালো কাটছে না রোহিত শর্মার। এবারের আইপিএলেও ব্যাটে রান নেই, মুম্বাই ইন্ডিয়ান্সও যেন পথ হারিয়েছে শিরোপার লড়াই থেকে। এবারে সুনীল গাভাস্কার রোহিতকে পরামর্শ দিলেন খেলা থেকে বিশ্রাম নেবার।
মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মার অবস্থাও সঙ্গীন। কোনো ম্যাচেই দলকে উড়ন্ত সূচনা এনে দিতে পারেননি। নিজেকে যেন হারিয়ে খুঁজছেন এই তারকা। সাত ম্যাচে তাঁর সংগ্রহ মোটে ১৮১ রান। স্ট্রাইক রেটটাও রোহিত সুলভ নয়।
দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে ৬৫ রানের ইনিংস খেলে পুরনো ছন্দে ফেরার আভাস দিলেও মাঠে প্রতিফলন দেখাতে পারেননি। ভারতের সাবেক ব্যাটসম্যান সুনীল গাভাস্কার তাই টেস্ট চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে রোহিতকে ক্রিকেট থেকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডারে বেশ কিছু বদল দেখলে খুশি হব। সত্যি বলতে আমার মনে হয় রোহিতের কিছুদিন ক্রিকেট থেকে দূরে থেকে নিজেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুত করা উচিত। সে হয়তো আইপিএলের শেষের ম্যাচগুলোতে ফর্মে ফিরে আসতে পারে। কিন্তু এই মূহুর্তে তাঁর বিশ্রাম নেয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘রোহিতকে কিছুটা অবসন্ন দেখাচ্ছে। হয়তো এই মূহুর্তে সে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েই ভাবছে। আমি জানি না। তবে আমার বিশ্বাস সে বিশ্রাম নিলেই ভালো করবে এবং শেষ দিকে ফিরে ফাইনালের জন্য নিজেকে ভালোমতো প্রস্তুত করতে পারবে।’
গত বছরের বড় একটা সময় ইনজুরির কারণে মিস করেছেন রোহিত শর্মা। বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি।
আইপিএলে বরং তাঁকে দেখে মনে হয়েছে বয়সের ভারে ন্যুব্জ এক ব্যাটার হিসেবেই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে তাই অধিনায়ককে নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
কেবল রোহিত নয়, পুরো মুম্বাই দলের পরিস্থিতি নিয়েও কথা বলেন এই তারকা। তাঁর মতে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস কিংবা রাজস্থান রয়্যালসের মতো ধারাবাহিক দলকে পেছনে ফেলে শেষ চারে পৌঁছুতে হলে মুম্বাইকে মিরাকল কিছুই ঘটাতে হবে।
তিনি বলেন, ‘মুম্বাই যদি শেষ চারে যেতে চায় তবে তাঁদেরকে অবিশ্বাস্য কিছুই করতে হবে। বর্তমানে পয়েন্ট তালিকায় তাঁরা সুবিধাজনক অবস্থায় নেই। সেমিতে যেতে চাইলে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই উন্নতি আনতে হবে তাঁদেরকে।’
এবারের মৌসুমে আইপিএলের শুরুটা মোটেই ভালো হয়নি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের। সাত ম্যাচে জয় এসেছে মোটে তিন ম্যাচে, ফলে সেমির স্বপ্ন ফিকে হয়ে আসছে ক্রমশ। গত মৌসুমেও পয়েন্ট তালিকার শেষ স্থানেই ছিল দলটি। এবারে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টুর্নামেন্ট শুরু করলেও পরিস্থিতিটা বদলায়নি।
অন্যদিকে, আইপিএলের পরপরই টানা দ্বিতীয়বারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। প্রথম আসরে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলেও এবারের আসরে শিরোপা জিততে মরিয়া ভারত। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।