বাংলাদেশ দলের হেড কোচ কে? কাগজে কলমে উত্তরটা রাসেল ডোমিঙ্গো। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যস্ততায় সেটা যেন ভুলে যাওয়ার মত অবস্থায়। কেননা ক্ষুদ্রতম সংষ্করণে আবার বাংলাদেশের পরামর্শক হিসেবে আছেন শ্রীধরন শ্রীরাম। ফলে দেশের ক্রিকেট থেকে বেশ একটা লম্বা ছুটিতেই ছিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
তবে, ছুটি শেষে আবার বাংলাদেশে ফিরেছেন এই প্রোটিয়া কোচ। আজ সোমবারই ঢাকায় এসে পৌছেছেন তিনি। কেননা সামনেই ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ। ফলে আবারো চালকের ভূমিকায় ফিরবেন রাসেল ডোমিঙ্গো
যদিও, রাসেল ডোমিঙ্গ আর কোচ হিসেবে থাকছেন না এমন গুঞ্জনও উঠেছিল ক্রিকেট পাড়ায়। এশিয়া কাপের আগেই তিনি আর বাংলাদেশের ফিরছেন না এমন আলোচনা শোনা যাচ্ছিল। সেসময় বাংলাদেশের ক্রিকেট কাঠামো নিয়েও গণমাধ্যমে নিজের ক্ষোভ ঝেড়েছিলেন এই কোচ।
চাকরি ছাড়ছেন বলে এটা গণমাধ্যমকে জানিয়েও ছিলেন। আবার আরেক জায়গায় অস্বীকার করেছিলেন। ফলে, তাঁর ভবিষ্যত নিয়ে একটা ধোঁয়াশা ছিল।
এরপর শ্রীধরন শ্রীরাম কোচ হয়ে আসায় সেই পালে যেন নতুন হাওয়া লেগেছিল। তাই, ডোমিঙ্গোর কথা সবাই প্রায় ভুলতেই বসেছিল। তবে সবকিছুই মিথ্যা প্রমাণ করে রাসেল ডোমিঙ্গো আবার বাংলাদেশে ফিরেছেন। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে তিনিই থাকবেন বাংলাদেশে হেড কোচ হয়ে।
এর আগে এই মাসের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ ক্রিকেট লিগ। গ্রুপ পর্বের সবগুলো খেলাই হবে সাভারের বিকেএসপিতে। তবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলেই নিজেদের ঝালিয়ে নিতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
খুব সম্ভবত মাঠে বসেই বিসিএলের সবগুলো ম্যাচ দেখবেন রাসেল ডোমিঙ্গো। এতে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজের দল সম্পর্কে ধারণা পেতেও সুবিধা হবে তাঁর। সবমিলিয়ে দেশের ক্রিকেটে অনেকেই রাসেল ডোমিঙ্গ অধ্যায়ের শেষ দেখে ফেললেও সেটা আপাতত সত্যি হচ্ছে না।