ডাচ কোচিং প্যানেলে রাসেল ডোমিঙ্গো

গত ডিসেম্বরেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গো। তবে খুব বেশিদিন বেকার থাকতে হলো না প্রোটিয়া এই কোচকে। আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচকে সামনে রেখে নেদারল্যান্ড জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন তিনি। তিনি কোচিং প্যানেলে তাঁর ভূমিকা নিয়ে এখনো কিছু জানা যায়নি। 

গত ডিসেম্বরেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গো। তবে খুব বেশিদিন বেকার থাকতে হলো না প্রোটিয়া এই কোচকে। আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচকে সামনে রেখে নেদারল্যান্ড জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন তিনি। তিনি কোচিং প্যানেলে তাঁর ভূমিকা নিয়ে এখনো কিছু জানা যায়নি। 

ডোমিঙ্গোর অন্তুর্ভুক্তির পাশাপাশি আসন্ন জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আগেই জানা ছিল এই দুই সিরিজে দলের সাথে থাকবেন না দলটির হেড কোচ রায়ান কুক। তার বদলি হিসেবে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন রায়ান ভ্যান নিকার্ক। 

তবে ডাচরা সবাইকে চমকে দিয়েছে কোচিং প্যানেলে রাসেল ডোমিঙ্গোর মানের হাইপ্রোফাইল কোচকে যুক্ত করে। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে এই প্রোটিয়া।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর অভিজ্ঞতা বেশ কাজে দেবে ক্রিকেটে ক্রমশই উন্নতি করা ডাচদের। কোচিং প্যানেলে তাঁর কাজের পরিধি নিয়ে এখনো খোলাসা করেনি নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। এছাড়া তাঁর সাথে কোচিং স্টাফে যোগ দেবেন হেইনো কুন। 

নেদারল্যান্ডসের মতো সহযোগী ক্রিকেট খেলুড়ে দেশের কোচিং স্টাফে তাঁর সংযোজন নি:ন্দেহে বেশ বড় এক ঘটনা। ২০২৩ বিশ্বকাপে খেলতে চাইলে সামনের জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে জয়ের বিকল্প নেই তাঁদের। তাঁর ঠিক আগে ডোমিঙ্গোর অন্তর্ভুক্তি দলটির ক্রিকেটারদের বাড়তি আত্নবিশ্বাস জোগাবে।

বিশেষ করে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের নাড়ি নক্ষত্র সবই ডোমিঙ্গোর নখদর্পনে। ফলে সেই সিরিজে কিছুটা হলেও সুবিধা নিতে পারবে ডাচরা। অন্যদিকে খানিকটা চাপে থাকবে দক্ষিণ আফ্রিকা।

কখনো পেশাদার ক্রিকেট না খেললেও রাসেল ডোমিঙ্গোর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। গ্যারি কারস্টেনের পর দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব পেয়েই দলকে তুলেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। তাঁর সময়েই জাতীয় দলে সুযোগ পান কুইন্টন ডি কক, কাগিসো রাবাদার মতো তরুণ ক্রিকেটাররা। যার সুফল এখনো ভোগ করছে দক্ষিণ আফ্রিকা।

সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন এই প্রোটিয়া। ২০১৯ সালের বিশ্বকাপ ব্যর্থতার পর স্টিভ রোডসের বদলে তাঁর হাতেই দায়িত্ব তুলে দেয় বিসিবি। ডোমিঙ্গোও তেমন মন্দ করেননি, নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সেই টেস্ট জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই সিরিজ জেতে টাইগাররা।

এছাড়া ঘরের মাঠে ভারতের বিপক্ষেও সিরিজ জিতে নেয় ডোমিঙ্গোর দল। তবে সবাইকে অবাক করে দিয়ে গত বছরের শেষভাগে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন তিনি।  সহযোগী দেশের কোচিং স্টাফে বড় বড় সব নামের দেখা তেমন মেলে না। এবারে দেখার বিষয় ডোমিঙ্গোকে নিজেদের ক্রিকেট উন্নয়নে পুরোপুরি ব্যবহার করতে পারে কিনা নেদারল্যান্ডস।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...