সরফরাজের হাতে টেস্ট ক্যাপ, বাবার চোখে জল

অনেক অপেক্ষার পর, অনেক দিন গণনার পর অবশেষে সরফরাজ খান পা রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

অনেক অপেক্ষার পর, অনেক দিন গণনার পর অবশেষে সরফরাজ খান পা রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবারে এই মাইলফলক স্পর্শ করেন তিনি; রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে কিংবদন্তি অনিল কুম্বলে তাঁকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছিলেন, এর মধ্য দিয়ে ভারতের জার্সিতে খেলার দ্বার খুলে গেলো তাঁর জন্য।

সরফরাজ খানের পিতা নওশাদ খান খুব কাছ থেকেই দেখেছেন ছেলের ক্যাপ পাওয়ার দৃশ্য। গ্যালারিতে হাজির হয়ে তিনি বসেছিলেন এই মুহুর্ত স্বচক্ষে দেখার জন্য; তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার এই মুহুর্তে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নওশাদ খান। তাঁর চোখ দিয়ে বেরিয়ে এসেছিল আনন্দের অশ্রু।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে টসে জিতেছে ব্যাটিং নিয়েছে স্বাগতিক দল। ব্যাটিং বান্ধব উইকেটের পূর্ণ সুবিধা নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। যদিও ব্যাটিংয়ে নামার আগেই ছোটখাটো উৎসব হয়ে গিয়েছে ভারতীয় শিবিরে, কেননা একসাথে দুই তরুণ ক্রিকেটারের হয়েছে এদিন।

যাদের একজন সরফরাজ এবং অন্যজন ধ্রুব জুরেল। এই দু’জনকে জায়গা করে দিতে বাদ দেয়া হয়েছে শ্রীকর ভারত আর অক্ষর প্যাটেলকে।

অবশ্য সরফরাজের অভিষেক অনুমেয় ছিল। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে বেশ কিছু ভাল ইনিংস খেলেছেন তিনি। এর আগেই আবার ঘরোয়া ক্রিকেট ও রঞ্জি ট্রফিতে নিজেকে প্রমাণ করেছেন এই ব্যাটার। মুম্বাইয়ের জার্সিতে তাঁর রেকর্ড তাঁর প্রতিভার সাক্ষ্য দেয়।

এখন পর্যন্ত ৪৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা এই উদীয়মান তারকা ৬৯.৮৫ গড়ে ৩৯১২ রান করেছেন। এই সময়ে তিনি ১৪টি শতক এবং ১১টু অর্ধশতক হাঁকিনছেন। এছাড়া ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে যখন খেলেন তখনো মুগ্ধ করেছেন নিজের পারফরম্যান্স দিয়ে৷

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...