স্মরণীয় মুহূর্তে আলোচিত-বিতর্কিত বিশ্বকাপ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। এখন ক্রিকেট প্রেমীরা প্রস্তুতি নিচ্ছে সেমিফাইনাল ও ফাইনাল দেখার জন্য। তবে এখন পর্যন্ত এই টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সব মুহূর্ত দেখেছে ক্রিকেট দুনিয়া। কখনো ক্রিকেটীয় কিংবা কখনো ক্রিকেটের বাইরে গিয়েও কিছু স্মৃতি মানুষের মনে গেঁথে থাকবে অনেকটা সময়। এবারের বিশ্বকাপের সেসব স্মৃতিই এক করেছে খেলা৭১।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। এখন ক্রিকেট প্রেমীরা প্রস্তুতি নিচ্ছে সেমিফাইনাল ও ফাইনাল দেখার জন্য। তবে এখন পর্যন্ত এই টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সব মুহূর্ত দেখেছে ক্রিকেট দুনিয়া। কখনো ক্রিকেটীয় কিংবা কখনো ক্রিকেটের বাইরে গিয়েও কিছু স্মৃতি মানুষের মনে গেঁথে থাকবে অনেকটা সময়। এবারের বিশ্বকাপের সেসব স্মৃতিই এক করেছে খেলা৭১।

  • কার্টিস ক্যাম্পফার

আয়ারল্যান্ডের পেস বোলার কার্টিস ক্যাম্পফার এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছেন। শুধু তাই নয় এই বোলার টানা চার বলে নিয়েছেন চার উইকেট। তাঁর এই বোলিং এ মাত্র ১০৬ রানেই অল আউট হয়ে যায় নেদারল্যান্ড। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চার বলে চার উইকেট নিয়েছিল মাত্র দুইজন বোলার। তাঁরা হলেন লাসিথ মালিঙ্গা ও রশিদ খান।

  • বাবর আজম ও মোহম্মদ রিজওয়ান জুটি

এই বিশ্বকাপের সবচেয়ে সফল জুটি এই দুজন। দুজনই ব্যাট হাতে আছেন দারুন ছন্দে। তবে দুজন নিজেদের সেরা ক্রিকেটটা খেলেছেন বোধহয় তাঁদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। ভারতের দেয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুজনই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তাঁদের বিশাল এই জুটিতে ১০ উইকেটের জয় পায় পাকিস্তান। সেখানে বাবরের ব্যাট থেকে আসে ৬৮ রান এবং রিজওয়ানের ব্যাট থেকে আসে ৭৯ রান।

  • কুইন্টন ডি কক ও বর্ণবাদ বৈষম্য

কুইন্টন ডি কক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলেননি ব্ল্যাক লাইফ মেটার্স আন্দোলনের অংশ হিসেবে হাটু গেরে বসবেন না বলে। ২৮ বছর বয়সী ক্রিকেটারের এই সিদ্ধান্তে অবাক হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। অনেকেই ভেবেছিল যে হয়তো বিশ্বকাপেই আর দেখা যাবে না তাঁকে। পরে অবশ্য নিজের সিদ্ধান্ত বদলে আবার মাঠে ফিরে আসেন তিনি।

  • কোহলির ভাতৃত্ব

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর মোহম্মদ শামির উপর বাজে ভাবে আক্রমণ করেন অনেক ভারতীয় ক্রিকেট ভক্তরা। ধর্মীয় কারণে নানারকম বাজে মন্তব্য দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মোহম্মদ শামির উপর এই আক্রমণকে মেরুদন্ডহীন ও দুঃখজনক বলে ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। শামির খারাপ সময়ে পাশে থেকেছেন ভারতের এই অধিনায়ক।

  • বাটলারের সেঞ্চুরি

বিশ্বকাপে দারুণ এক সেঞ্চুরি করেন জস বাটলার। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬৭ বলে অপরাজিত ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ১৬৩ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। এরপর থেকে ইংল্যান্ড নিজেদের চারটা ম্যাচের চারটাই জিতেছে। ক্রিকেটের তিন ফরম্যাটেই এখন সেঞ্চুরির রেকর্ড আছে এই ব্যাটসম্যানের।

  • শ্রীলঙ্কার নবজাগরণ

একটা সময় কিংবদন্তি সব ক্রিকেটারে পূর্ণ ছিল শ্রীলঙ্কা দল। তবে মাঝের কয়েকটা বছর বেশ বাজে সময় কাটিয়েছে দেশটি। ক্রিকেট মাঠে একেবারেই সাফল্য পাচ্ছিল না তাঁরা। তবে এবার বিশ্বকাপে তরুণ ক্রিকেটাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও তাঁদের খেলা শ্রীলঙ্কার ক্রিকেটকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।

  • একটি প্রজন্মের শেষ

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ভালো করতে পারেনি। তবে ক্যারিবীয় ক্রিকেটাররা সবসময়ই দর্শকদের পছন্দের তালিকায় থাকে। এবার অবশ্য ক্রিস গেইল ও ড্যারেন ব্রাভো তাঁদের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একটি প্রজন্মেরই ইতি হচ্ছে বলা যায়।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...