ঝড়ের গান শোনালেন শাদাব খান

বাংলাদেশের বোলাররা যখন চেপে বসেছে, ঠিক তখনই জ্বলে উঠলো শাদাব খানের ব্যাট। ২৫ বলে ৪৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে ম্যাচের মোমেন্টাম নিয়ে নিলেন নিজেদের ডেরায়।

বাংলাদেশের বোলাররা যখন চেপে বসেছে, ঠিক তখনই জ্বলে উঠলো শাদাব খানের ব্যাট। ২৫ বলে ৪৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে ম্যাচের মোমেন্টাম নিয়ে নিলেন নিজেদের ডেরায়।

১২তম ওভারে তাণ্ডব চালাতে থাকা সালমান আলী আঘা যখন হাসান মাহমুদের শিকার হয়ে ফিরে গেলেন, তখন ক্রিজে আসেন শাদাব খান। ১২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ তখন ১১৮ রানে ৪ উইকেট।

তবে শুরুটা বেশ দেখে শুনে করলেন, তাড়াহুড়ো না করে নিজের ঝলকটা জমিয়ে রাখলেন শেষ তিন ওভারের জন্য। ১৭তম ওভার শেষে ছয় উইকেট হারিয়ে যখন পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান, ডাগআউটে তখন চিন্তার ভাঁজ।

তবে দুশ্চিন্তা দূর করার জন্য শাদাব বেছে নিলেন রিশাদের শেষ তিনটা বল। ৬, ৬, ৪—রিশাদের স্পেলের শেষ তিন বলে এলো ১৬ রান। আর ওই ওভারটাই মূলত পাকিস্তানকে বড় সংগ্রহের পথে নিয়ে আসে।

এক পর্যায়ে যখন মনে হচ্ছিলো পাকিস্তান ১৮০ রানের মধ্যেই হয়তো ইনিংসের ইতি টানবে, সেই সময়টাই শাদাবের তাণ্ডব আর তাতে ভর করেই ২০ ওভার শেষে পাকিস্তান তুলেছে ২০১ রান।

শাদাব খানের ২৫ বলের ইনিংস জুড়ে ছিল মাত্র ৫টি ডট বল। পাঁচ চার এবং দুই ছক্কায় সাজানো ইনিংস যে টি-টোয়েন্টির আদর্শ ব্যাটিং, তা প্রমাণ করেছেন তিনি।


দলের বিপর্যয়ে ফিনিশিং রোলে হাল ধরে দেখিয়েছেন নিজের সক্ষমতা। তাই তো পাকিস্তান দলের স্কোয়াডে এই শাদাব খান গুরুত্বপূর্ণ একজন, গুরুত্বপূর্ণ এক নাম।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link