Social Media

Light
Dark

আফ্রিদির কাছে আফ্রিদির চাওয়া

পাকিস্তানের দুর্দান্ত পেস অ্যাটাকের নেতা বলা যায় শাহিন আফ্রিদিকে। তবে ধীরে ধীরে যেন বের হয়ে আসছে শাহিনের ব্যাটিং স্বত্বাটাও। পাকিস্তান সুপার লিগের( পিএসএল) পর এবার জাতীয় দলেও নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ রাখা শুরু করেছেন শাহীন শাহ আফ্রিদি।

অনেকেই অলরাউন্ডার হিসেবে শাহীনের উত্থান দেখছেন। তবে শাহীনের শ্বশুর ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি অবশ্য শাহীনকে তাঁর বোলিংয়েই আগে মনযোগ দিতে বললেন।

পিএসএলে অলরাউন্ডার শাহীন টানা দুইবার দলকে শিরোপা জিতিয়েছেন। লোয়ার অর্ডারে নেমে প্রায় নিয়মিতই অবদান রেখেছেন দলে। পিএসএলের পর এবার পাকিস্তানের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতেও রেখেছেন ব্যাটিং সামর্থ্যের প্রমাণ।

শাহীন এর আগে নিজেও জানিয়েছেন ব্যাট হাতেও তিনি দেশের জন্য অবদান রাখতে চান। চলতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে শাহীন বলেন, ‘আমি ধীরে ধীরে ব্যাটিংটা শিখছি যেন সেটা পাকিস্তানকে সাহায করে। আমি পাকিস্তানের হয়ে ম্যাচ জিততে চাই সেটা যেই পজিশনেই ব্যাটিং করতে হোক না কেন।’

এছাড়াও শাহীন জানান অনূর্ধ্ব-১৯ দল থেকেই ব্যাটিংয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল কিন্তু সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি। যদিও সম্প্রতি সেই সুযোগ পেয়ে নিজেকে ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করার পথেই এগোচ্ছেন বাঁ-হাতি এই পেসার।

অলরাউন্ডার শাহিনের উত্থানে উচ্ছ্বসিত শাহিনের সতীর্থরাও। তবে শহীদ আফ্রিদি তাঁর জামাতাকে আগে তাঁর মূল কাজ বোলিংয়েই বেশি মনোযোগ দেবার পরামর্শ দিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শহীদ আফ্রিদি বলেন, ‘শাহিনের কাছে আমার প্রত্যাশা হলো বল হাতে তাকে পারফর্ম করতে দেখা, কারণ পাকিস্তান শুরুর ব্রেক থ্রুর জন্য তাঁর ওপর নির্ভর করে। আমি জানি সে তাঁর ব্যাটিং নিয়ে অনেক কাজ করছে এবং আমরা দেখেছি ব্যাট হাতে সে কি করতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link