আমি ভাগ্যবান, কোহলিকে পাঁচবার আউট করেছি: সাকিব

বাঁ-হাতি স্পিনে বিরাট কোহলির দূর্বলতা নতুন কিছু নয়। সাকিব আল হাসানের বিপক্ষেও তাই কোহলি খুব বেশি সফল নন। কোহলির স্ট্রাইক রেট সাকিবের বিপক্ষে ৯৪.৬ হলেও গড় মাত্র ২৮। আর ওয়ানডেতে সাকিবের বিপক্ষে পাঁচবার আউট হয়েছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য সাকিব দ্বৈরথ ভুলে কোহলির প্রশংসাই করলেন। বললেন, ‘বিশেষ ব্যাটসম্যান, হয়তো আধুনিক যুগের সেরা ব্যাটসম্যান। আমার মনে হয় আমি ভাগ্যবান, কোহলিকে পাঁচবার আউট করেছি। তার উইকেট নেওয়া অবশ্যই মধুর অভিজ্ঞতা।’

ভারতে চলমান বিশ্বকাপে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে ‘ক্যাপ্টেন কুল’ সাকিব এসব কথা বলেন। ব্যাটার হিসেবে কোহলির শ্রেষ্ঠত্ব নতুন কিছু নয়। সেই কোহলিকে বারবার আউট করতে পারাটা সাকিবের জন্যও কৃতীত্বের ব্যাপারই বটে। আর এবার পুনেতেও নিশ্চয়ই সাকিব কোহলির উইকেটের দিকেই চোখ রাখবেন।

যদিও, এর আগে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে বাংলাদেশ দলকে। কারণ, ইনজুরির জন্য সাকিবের এখনও ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিশ্চিত নয়। যদিও, সাকিব অনুশীলনের মধ্যেই আছেন। নেটে ব্যাটিং করেছেন, রানিং করেছেন।

কোচ চান্দিকা হাতরুসিংহে বলেন, ‘ ‘ওর খুব ভালো ব্যাটিং সেশন ছিল গতকাল। কিছুটা রানিং বিটুইন দ্য উইকেটও ছিল। আমরা আজকে স্ক্যান করিয়েছি, ওটার ফল পাওয়ার অপেক্ষায় আছি।’

কোচ আশাবাদী। সাকিবের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। বললেন, ‘এখন সে ঠিক আছে। আমরা এখনও বোলিং দেখিনি। আগামীকালকে সকালে এসে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবো। যদি সে খেলার জন্য তৈরি না থাকে, তাহলে আমরা তাকে নিয়ে ঝুঁকি নেবো না। যদি তৈরি থাকে, তাহলে খেলার সম্ভাবনা আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link