নাইম-সাকিবদের দাপট

নাইম ইসলামের ব্যাটিং নৈপুণ্যে দক্ষিণাঞ্চলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে উত্তরাঞ্চল। ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে বেড়ানো নাইম ইসলাম ইন্ডিপেন্ডেনস কাপেও দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স। তরুন পারভেজ ইমন ও অভিজ্ঞ নাইম ইসলামের দুর্দান্ত জোড়া ফিফটিতে দক্ষিণাঞ্চলকে পাত্তাই দেয়নি উত্তরাঞ্চল।

প্রথমে ব্যাট করে ৪২.৪ ওভারে মাত্র ১৬২ রানেই গুড়িয়ে যায় দক্ষিণাঞ্চল। দলের পক্ষে তৌহিদ হৃদয় ৪৪ ও পিনাক ঘোষের ৪৭ ছাড়া বাকি কেউই নিজেদের ব্যাটিং সামর্থ্য দেখাতে পারেনি। উত্তরাঞ্চলের শফিকুল ৩ উইকেট শিকার করেন। জবাবে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৩১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় উত্তরাঞ্চল। পারভেজ ইমনের ঝড়ো ৫৪ ও নাইম ইসলামের অপরাজিত ৬৬ রানে বড় ব্যবধানেই জয় পায় উত্তরাঞ্চল।

দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে পারফরম করা নাইম ইসলাম ইন্ডিপেন্ডেনস কাপে নিজেকে আরো একবার প্রমাণ করলেন। ব্যাট হাতে ৬৬ ও বল হাতে ২৯ রানে দুই উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন নাইম ইসলাম।

অপরদিকে, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২২ রানে হারিয়েছে সাকিবের ওয়ালটন মধ্যাঞ্চল। প্রথমে ব্যাট করে মোহাম্মদ মিঠুনের ৩৭, মিজানুরের ৩৬ ও সাকিবের ৩৫ রানে ভর করে ১৭৭ রানেই গুড়িয়ে যায় মধ্যাঞ্চল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতি নিতে বিসিএলে খেলছেন সাকিব। ব্যাট হাতে ফিরেন ব্যক্তিগত ৩৫ রানেই। মিথুন, সাকিবদের ব্যাটে শেষ পর্যন্ত মাত্র ১৭৭ রানেই থামে মধ্যাঞ্চলের ইনিংস। রেজাউর রাজা শিকার করেন ২১ রানে ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে সৌম্য, সাকিব, মোসাদ্দেকদের স্পিন দাপটের সামনে মাথা তুলতে পারেনি ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। রনি তালুকদার ৩৮ ও ইরফান শুক্কুর ৩১ রান করলেও বাকিদের ব্যাটিং ব্যর্থতায় ১৭ বল বাকি থাকতেই ১৫৫ রানে গুড়িয়ে যায় পূর্বাঞ্চল। লো স্কোরিং ম্যাচে ২২ রানের দুর্দান্ত জয় পায় মধ্যাঞ্চল।

তবে মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস ফিরেছেন হতাশাজনক ব্যাটিং শেষে। আবু হায়দার রনির বলে রানের খাতা খোলার আগেই আশরাফুল ও ইমরুল কায়েস ফিরেন ৪৭ বলে ২৫ রানে। মাত্র ৪ রানে ২ উইকেট শিকার করেন সৌম্য সরকার। ব্যাট হাতে বড় স্কোর করতে না পারলেও বল হাতে অসাধারণ ছিলেন সাকিব। ১০ ওভারে ২৪ রানে সাকিব শিকার করেন ২ উইকেট। এছাড়া ১০ ওভারে মাত্র ১৩ রান দেন মোসাদ্দেক হোসেন। ব্যাট ও বল দুটোতেই অবদান রাখা সাকিব আল হাসান নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link