কাম ব্যাক সাকিব! শারজাহতে গর্জন!

শারজাহতে ‘সাকিব’ ‘সাকিব’ রব তুলেছেন দর্শকরা। কিন্তু, সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে আছেন প্রায় এক বছর হতে চলল। ফিরবেন তারও সম্ভাবনা নেই।

শারজাহতে ‘সাকিব’ ‘সাকিব’ রব তুলেছেন দর্শকরা। কিন্তু, সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে আছেন প্রায় এক বছর হতে চলল। ফিরবেন তারও সম্ভাবনা নেই। তারপরও শারজাহতে একদল দর্শক সাকিব আল হাসানের ছবি সম্বলিত টি-শার্ট পরে এসেছেন, সেখানে লেখা ‘কাম ব্যাক সাকিব!’ পুরো ম্যাচ জুড়ে – এই একটা নামই শোনা গেল বারবার।

ব্যাটিংয়ে ঝড় তুললেন তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়রা। কিন্তু, শারজাহর বাঙালি দর্শকদের কণ্ঠে কারও নামই উচ্চারিত হল না। সবাই মিলে একটা নামেরই ঝড় তুলল। তিনি সাকিব আল হাসান।

ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ফাহিম সাকিব আল হাসানের সরাসরি শিক্ষক। আর ফারুক আহমেদ যখন নির্বাচক ছিলেন, তখন প্রথম জাতীয় দলে আসেন সাকিব।

জাতীয় দলের কোচিং প্যানেলে আছেন মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি সাকিবের শৈশবের কোচ। উত্তাপে ঠাসা গ্যালারিতে, শুধু একটাই নাম ধ্বনিত হচ্ছিল একের পর এক — সাকিব! সাকিব! সাকিব! সাকিবের উত্থান যারা চোখের সামনে থেকে দেখেছেন তারাও নিশ্চয়েই শুনেছেন।

সাকিব আল হাসান লম্বা বিরতির পর আবারও ক্রিকেটে ফিরেছেন। তাঁকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়েছে লাহোর কালান্দার্স। লাহোরের মত শারজাহর দর্শকও বুঝিয়ে দিল, সাকিব আজও প্রাসঙ্গিক।

Share via
Copy link