দুই বছরের জন্য রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিবের নতুন দলের খবর নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি লিগের গভর্নিং কাউন্সিল সেক্রেটারি ইসমাইল হায়দার মল্লিক।
রংপুর ফ্র্যাঞ্চাইজি অবশ্য সাকিবের জন্য নতুন দল নয়। এর আগে ২০১৫ সালেও রংপুর রাইডার্সে ছিলেন সাকিব। যদিও, তখন দলের মালিকানা ছিল ভিন্ন।
এরপর ২০১৯ সালেও রংপুর রাইডার্স দলে নাম লিখিয়েছিলেন সাকিব। তবে, সেবার আসর শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজি প্রথা স্থগিত করে বিসিবি।
তবে, এবার সাকিবের রংপুরে খেলা এক রকম চূড়ান্তই। মল্লিক বলেন, ‘সাকিবকে বিপিএলে বসুন্ধরা গ্রুপ সাইন করিয়েছে।’ এই বসুন্ধরা গ্রুপের অধীনেই বিপিএলে খেলছে রংপুর রাইডার্স দল। আর সাকিবের এই দলবদলের ছাড়পত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) দিয়ে ফেলেছে।
গেল আসরে রংপুর শেষ চার অবধি পৌঁছায়। অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। এবার সাকিব আসায় তাঁর হাতেই হয়তো উঠবে অধিনায়কত্বের আর্মব্যান্ড।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে তিনজন স্থানীয় ও দু’জন বিদেশি খেলোয়াড় ধরে রাখতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। আসছে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠান। আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনের পরপরই অনুষ্ঠিত হবে বিপিএলের দশম আসর।
জানিয়ে রাখা ভাল, এর আগে টানা দুই মৌসুমে বরিশালের জার্সিতে খেলেছেন সাকিব। এর মধ্যে প্রথম আসরে ফাইনালেও খেলে বরিশাল।
পরের আসরে দলকে শেষ চারেও তুলেছিলেন তিনি। ফরচুন বরিশালের হয়ে দুই আসরে ২৪ ম্যাচ খেলে ৬৫৯ রান ও ২৬ উইকেট নিয়েছেন সাকিব।
যদিও, সাকিবের ভূমিকা নিয়ে দলের ভেতর থেকে প্রশ্ন উঠেছিল। যে কারণে, সাকিব নিজে থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর এরই ধারাবাহিকতায় তিনি নাম লেখালেন রংপুর দলে।