শোনা গিয়েছিল নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়ে অনানুষ্ঠানিক ভাবে আবেদন করেছিলেন সাকিব আল হাসান। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে রেখেই নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে।
দলে বড় কোনো চমক নেই। মোটামুটি পাকিস্তানের বিপক্ষে খেলা দলটাই যাবে নিউজিল্যান্ডে। ইমরুল কায়েসের ফেরার গুঞ্জন থাকলেও সেটা সত্যি হয়নি। টেস্ট দলে থাকা পেসার রেজাউর রহমান রাজার জায়গা হয়নি নিউজিল্যান্ডগামী দলে। তবে, টিকে গেছেন মোহাম্মদ নাঈম শেখ। টাইফডে আক্রান্ত সাইফ হাসানও জায়গা পাননি।
দু’টি টেস্ট খেলতে আসছে জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে টাউরাঙ্গার বে ওভালে। পরেরটি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
নতুন বছরের প্রথম দিন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু নয় জানুয়ারি। এই সিরিজ সামনে আগামী ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। দু’টি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
নিউজিল্যান্ডে এটি পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চতুর্থ সফর। এই সফরগুলোতে তো বটেই, সব মিলিয়ে নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ খেলে সব হেরেছে বাংলাদেশ।
এর আগে চলতি বছর মার্চ মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। চোটের কারণে সেই দলে ছিলেন না সাকিব।
- নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল:
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম শেখ।