বাবর আজমের কথা মত চলছেন শান মাসুদ

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে পাকিস্তান ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়াতে; তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নতুন অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে প্রস্তুতি নিচ্ছে তাঁরা। বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার অজুহাতে তিন ফরম্যাট থেকেই পদত্যাগ করেছিলেন সাবেক অধিনায়ক বাবর আজম, এরপরই টেস্টের দায়িত্ব উঠেছে শান মাসুদের কাঁধে।

তবে দায়িত্ব নেয়ার আগে বাবরের সাথে বিস্তারিত আলোচনা করেছেন, এমনটাই জানিয়েছেন এই ব্যাটার। এই আলোচনায় অজিদের বিপক্ষে ভাল করার পরামর্শ পেয়েছিলেন তিনি, এছাড়া দলের ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারেও কথা হয়েছে। ক্রিকেট পাকিস্তানের সাথে একান্ত সাক্ষাৎকারে মাসুদ জানান যে, বাবর তাঁকে দলের মধ্যে নেতৃত্বের সংস্কৃতি গড়ে তোলার উপর গুরুত্ব দিতে বলেছে।

তিনি বলেন, ‘তাঁর [বাবর আজম] সাথে কথোপকথন হয়েছিল এবং এটি ছিল দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে। এবং আমি মনে করি ভবিষ্যতেও তিনি এই দলের একজন নেতা হিসাবে থাকবেন। সব সিদ্ধান্ত কিন্তু একা একজন অধিনায়কই নিবেন না; ড্রেসিংরুমে যাতে আরো অনেক নেতা থাকে সেই সংস্কৃতি গড়ে তোলা আমাদের লক্ষ্য।’

আবার হুট করে অধিনায়কত্ব পেয়ে যাওয়ার ব্যাপারে এই তারকা বলেন, ‘পিসিবি যখন এমন সিদ্ধান্ত নিয়েছিল আমি তখন ওয়ানডে কাপে খেলছিলাম। বলতে গেলে হুট করেই হয়েছে সব, আমি ইসলামাবাদে ছিলাম এবং সেদিন সকালে পিসিবি থেকে একটি ফোন পেয়েছি যে আমাকে দুপুরের মধ্যে লাহোরে পৌঁছাতে হবে – চেয়ারম্যান জাকা আশরাফ আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।’

তিনি আরো যোগ করেন, ‘এটি একটি খুব সংক্ষিপ্ত নোটিশ ছিল, কিন্তু আমি একদিনের জন্য গিয়েছিলাম; তারপর আবার ওয়ানডে কাপের সেমিফাইনাল খেলতে ফিরে এসেছি। সুতরাং এটি খুবই আকস্মিক একটা ঘটনা ছিল।’

অল্প সময় পেলেও নিজেকে ঠিকই গুছিয়ে নিয়েছেন শান মাসুদ। অভিজ্ঞতা আর পারফরম্যান্স দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি, বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জিতে নতুন যুগের উদ্বোধনের অপেক্ষায় এখন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link