নাজমুল হোসেন শান্তর বিপক্ষে মিরপুর টেস্ট ৯ রানে হেরেছে আফগানিস্তান! বিস্ময়সূচক চিহ্নটাও বোধহয় এতো বিস্ময় জাগায় না।
কারণ, কথাটার সরলীকরণ করলে দাঁড়ায়, দুই ইনিংসে নাজমুল হোসেন শান্তর করা দুই সেঞ্চুরিতে ২৭০ রানের বিপরীতে ২৬১ রান করতে পেরেছে আফগানরা। অর্থাৎ ৯ রানের স্পষ্ট ব্যবধানে জয়ের পুষ্পমাল্য শান্তরই। তাত্ত্বিকভাবে দেখলেও, যা এক নির্জলা সত্য তথ্য।
আফগানিস্তানকে একমাত্র টেস্টে ৫৪৬ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের হিসেবে যা তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। অবশ্য পাঁচ দিনের টেস্ট ক্রিকেট বিবেচনায়, এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। যাহোক রেকর্ড গড়া জয়ে তো মিরপুর কম কীর্তির সাক্ষী হলো না।
চতুর্থ ইনিংসে আফগানিস্তানকে ৬৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। যা আবার পাঁচ দিনের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রতিপক্ষকে সর্বোচ্চ লক্ষ্য ছুঁড়ে দেওয়ার নতুন রেকর্ড।
ইংলিশ ব্যাটার বেন ডাকেটের উইকেট নিয়ে টেস্ট ক্রিকেট ক্যারিয়ার শুরু করা মেহেদি হাসান মিরাজ এ টেস্টে করিম জানাতকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে ছুঁয়েছেন ১৫০ উইকেটের মাইলফলক।
এ ছাড়া আফগানদের বিপক্ষে মিরপুর টেস্ট জয়ের নায়ক নাজমুল হোসেন শান্তও অনন্য এক কীর্তি গড়েছেন। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি, এমন ঘটনায় মুমিনুল এতদিন ছিলেন নি:সঙ্গ।
আফগানদের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে মুমিনুলের এতদিনের নি:সঙ্গতা কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তিতে নাম লেখানো বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় নামটা এখন শান্তর।
প্রথম ইনিংসে শান্তর ব্যাট থেকে এসেছিল ১৪৬ রান। ঐ ইনিংসে পরে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ১১ ব্যাটাররা মিলেও করেছিল ১৪৬ রান। প্রথম ইনিংসে তাই শুধু শান্তকেই ছুঁতে পেরেছিল আফগানরা। কিন্তু পরের ইনিংসে শান্ত নিজেকে এমন উঁচুতেই তুললেন যে, সেই ‘শান্ত’ নামক চূড়ায় পৌছাতে পারলো না পুরো আফগানিস্তান দল।
বাংলাদেশের দেওয়া ৬৬১ রানের লক্ষ্যে ১১৫ রানেই শেষ ইনিংসে গুটিয়ে যায় আফগানিস্তান। অথচ তার আগে নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ইনিংসে যোগ করেছিলেন ১২৪ রান। অর্থাৎ শান্তর এই ইনিংস টপকানোর ৯ রান আগেই শেষ হয়ে যায় আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস।
আফগানিস্তান অবশ্য নাজমুল হোসেন শান্তকে মনে রাখবে আরেকটি কারণে। ২০২১ সালে জিম্বাবুয়ের শেন উইলিয়ামস আফগানদের বিপক্ষে এক সেঞ্চুরিসহ ২ ইনিংসে করেছিলেন ১৫৯ রান। যেটি এতদিন পর্যন্ত আফগানদের বিপক্ষে কোনো ব্যাটারের করা এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল।
কিন্তু মিরপুর টেস্টে এসে শেন উইলিয়ামসের সেই রেকর্ডটি ভেঙে গেল দুই ইনিংস মিলিয়ে শান্তর করা ২৭০ রানের কল্যাণে। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও চলে গিয়েছে শান্তর দখলে।
শান্তর আগে এই রেকর্ডটি ছিল শেন উইলিয়ামসের অধীনে। আফগানদের বিপক্ষে ২ টেস্টের ৩ ইনিংসের জিম্বাবুইয়ান এ বাঁহাতি ব্যাটার করেছেন ২৬৪ রান।
অবস্থাদৃষ্টে, লাল বলের ক্রিকেটে এই মুহূর্তে শান্তকে ‘আফগানদের যম’ বললেও হয়তো ভুল বলা হয় না। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে রশিদ খানকে সামনে পাননি। তারপরও আফগান বোলারদের সামনে তো তিনি ঢাল হয়েই ছিলেন মিরপুর টেস্টে।
কোনো রকম সুযোগ না দিয়েই তুলে নিয়েছেন দুটি সেঞ্চুরি। দুই সেঞ্চুরি পূরণের পরই উচ্ছ্বসিত মুহূর্ত রাঙিয়েছেন শূন্যে ভেসে লাফ দিয়ে। কারণ শান্তর সাথে এ টেস্টে যে উড়ছিল বাংলাদেশও।