সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রত্যাশিত ফলাফল পায়নি পাকিস্তান দল। ফাইনাল অবধি গেলেও সেখানে জিততে পারেনি শ্রীলঙ্কার বিপক্ষে। এমনকি আফগানিস্তানের বিপক্ষেও ধুকেছে বাবর আজমের দল। সব মিলিয়ে সময়টা কঠিনই যাচ্ছিল পাকিস্তানের।
এর সাথে যোগ হল দেশের মাটিতে ব্যর্থতা। ১৭ বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল ইংল্যান্ড দল। সেখানে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে ধরাশায়ীই করেছে তাঁরা। সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান হেরেছে ৩-৪ ব্যবধানে।
ওপেনিং জুটি ক্লিক না করলেও তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। খুশদিল শাহ কিংবা আসিফ আলীরা ফর্মে নেই একদম – যার কারণে বার বার ভুগতে হচ্ছে পাকিস্তানকে। কেবল দারুণ একটা বোলিং একটা লাইন আপ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল কিছু করা সম্ভব নয়। সেটাই আবার স্মরণ করিয়ে দিলেন পাকিস্তানের বোলিং গ্রেট শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের আসন্ন ভরাডুবির ভবিষ্যদ্বানী করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তিনি বলেন, ‘আমার ভয় হচ্ছে পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই না আবার বাদ পড়ে যায়। দলের মিডল অর্ডারের অবস্থা একেবারেই ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না যদি আপনি তা জিততে চান। এটা খুবই হতাশাজনক।’
শোয়েব আখতার দল নির্বাচন নিয়েও তোলেন প্রশ্ন। তিনি মনে করেন, সমস্যা বুঝে সমাধানটা আরো আগেই করা যেত। সাবেক এই পেসার বলেন, ‘সমস্যা ছিল মিডল অর্ডারে। কিন্তু পাকিস্তানের নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনও পরিবর্তন আনেনি। এখন তার মাশুল গুনতে হচ্ছে।’
পাকিস্তান দলের গন্তব্য এবার নিউজিল্যান্ড। সেখানে স্বাগতিক দলের সাথে আরো অপেক্ষা করছে বাংলাদেশ দল। আসছে সাত অক্টোবর থেকে শুরু হবে তিন দলের মধ্যকার ত্রিদেশিয় টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে শোয়েব বলেন, ‘আশা করি নিউজিল্যান্ডের মাটিতে নিজেদের ভুলত্রুটি শুধরে নেবেন বাবররা। তাহলেই হয়তো বিশ্বকাপে ভয়াবহ কোনে বিপর্যয় দেখতে হবে না।’