থাই মেয়েদের উড়িয়ে দিল শ্রীলঙ্কা

চলমান নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে থাই মেয়েদের উড়িয়ে দিল শ্রীলঙ্কা। সিলেটের আউটার স্টেডিয়ামে থাইল্যান্ড হেরেছে ৪৯ রানের বড় ব্যবধানে। শ্রীলঙ্কার মেয়েদের এটা টানা দ্বিতীয় জয়।

চলমান নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে থাই মেয়েদের উড়িয়ে দিল শ্রীলঙ্কা। সিলেটের আউটার স্টেডিয়ামে থাইল্যান্ড হেরেছে ৪৯ রানের বড় ব্যবধানে। শ্রীলঙ্কার মেয়েদের এটা টানা দ্বিতীয় জয়। এর আগে প্রথম ম্যাচে তাঁরা হারে শক্তিশালী ভারতের বিপক্ষে।

সিলেটের আউটার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান করে শ্রীলঙ্কা দল। ওপেনার হারশিষ্টা মাদাভি দলের হয়ে করেন সর্বোচ্চ ৮১ রান্ তাঁর ৬৯ ডেলিভারির ইনিংসটায় ছিল ১০ টি চার।

মাদাভির হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। তিনি অনেকটা এক হাতেই শ্রীলঙ্কার ইনিংস টেনে নিয়ে যান। এছাড়া ২১ বলে ৩৯ রান করেন নিলাক্ষি ডি সিলভা। তার ইনিংসে ছিল তিনটি চার ও দু’টি ছক্কা।

জবাব দিতে নেমে লড়াই করলেও রান রেটের সাথে পাল্লা দিয়ে পারেনি থাইল্যান্ডের মেয়েরা। ৪২ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন চানিদা সুত্থিরুয়াঙ। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে সর্ব সাকুল্যে  ১০৭ রান করে থাইল্যান্ড। দু’টি উইকেট নেন অচিনি কুলাসুরিয়া। ১৫৭ রান তাড়া করা সত্যিই  কষ্টসাধ্য ব্যাপার ছিল থাইল্যান্ডের।

থাই মেয়েদের এটা টানা দ্বিতীয় পরাজয়। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ড মোকাবেলা করবে শক্তিশালী পাকিস্তানের। অন্যদিকে আসছে শনিবার শ্রীলঙ্কা মোকাবেলা করবে মালয়েশিয়া দলের।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...