ফ্লাইট মিস, বিশ্বকাপ মিস!

চোট কিংবা শৃঙ্খলাজনিত কোনো কারণ নয়। অদ্ভুত এক কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার। মূলত অস্ট্রেলিয়াগামী বিমান ধরতে না পারায় চড়া মাশুল দিতে হল ক্যারিবিয়ান এই তারকাকে।

চোট কিংবা শৃঙ্খলাজনিত কোনো কারণ নয়। অদ্ভুত এক কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার। মূলত অস্ট্রেলিয়াগামী বিমান ধরতে না পারায় চড়া মাশুল দিতে হল ক্যারিবিয়ান এই তারকাকে।

একবার নয়, দুইবার অস্ট্রেলিয়া যাওয়ার ফ্লাইট মিস করেছেন হেটমায়ার। তাই বাধ্য হয়েই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ারের জায়গায় ডাক পেয়েছেন শামার ব্রুকস।

শনিবার রাতে পর্দা নেমেছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের দশম আসরের। টুর্নামেন্ট শেষের পর গত তিন দিন ভিন্ন ভিন্ন গ্রুপে অস্টেলিয়ার পথে উড়াল দিয়েছেন উইন্ডিজ ক্রিকেটাররা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়কত্ব করা হেটমায়ার ব্যক্তিগত কারণে শনিবার না গিয়ে সোমবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

বোর্ড তা মেনেও নিয়েছিল। হেটমায়ারের জন্য তারা সোমবারের টিকিট বুকিং দেয়। কিন্তু পুনর্নিধারিত ফ্লাইটও মিস করেন হেটমায়ার। দলকে জানিয়ে দেন, পারিবারিক কারণে তিনি সোমবারের বিমানও ধরতে পারছেন না।

আর এ ঘটনার পরেই রীতিমতো ক্ষুব্ধ হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এ সিরিজ তো বটেই উইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড থেকেই বাঁহাতি ব্যাটারকে সরিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে বলেছে, ‘ফ্লাইট পাওয়া তো অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। শনিবারের পর সোমবারে গায়ানা থেকে তাঁর জন্য একটি আসন পাওয়া গিয়েছিল। যদিও হেটমায়ার ৫ অক্টোবর মেট্রিকন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারতেন না। কিন্তু সোমবার সকালে হেটমায়ার ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামসকে জানিয়েছেন, বিকেলে নিউইয়র্কের ফ্লাইটের জন্য তিনি সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারবেন না।’

কোনো কারণে বিমান মিস হলে বিশ্বকাপ দলে যে হেটমায়ার তাঁর জায়গা হারাতে পারেন, এমন কিছু আগেই জানানো হয়েছিল এই বাঁহাতি ব্যাটারকে। এমনটাই দাবি করেছেন জিমি অ্যাডামস।

তিনি বলেন, ‘পারিবারিক কারণে শিমরনের ফ্লাইট শনিবার থেকে সোমবার পরিবর্তন করার সময় আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম, আবার কোনো কারণে দেরি হলে এবং অস্ট্রেলিয়ায় যাওয়ার বিমান ধরতে না পারলে দলে সে জায়গা হারাতে পারে। কারণ, আমরা এত বড় বৈশ্বিক টুর্নামেন্টের প্রস্তুতির জন্যা ছাড় দিতে রাজি না।’

আর এদিকে শিমরন হেটমায়ারের বদলি হিসেবে শামারাহ ব্রুকস কিছু দিনেই মধ্যেই দলের সাথে যুক্ত হবেন বলে বোর্ড থেকে জানানো হয়েছে। ব্রুকস এবারের সিপিএলে ছিলেন দুর্দান্ত ফর্মে। ৪০.১৬ গড়ে এবারের আসরে করেছিলেন ২৪১ রান। আর কোয়ালিফায়ার-২ তে খেলেছিলেন ১০৯ রানের অপরাজিত ইনিংস। দুর্দান্ত এ ইনিংস আর হেটমায়ারের ফ্লাইট মিসের কারণে তাই কপাল খুলে গেল শামারাহ ব্রুকসের।

গায়ানার হয়ে এ বারের সিপিএলে খুব একটা সফল ছিলেন হেটমায়ার। দল কোয়ালিফায়ারা উঠলেও নিজে তেমন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ২৮১ রান করেছেন বটে, তবে ছিল না কোনো বড় ইনিংস। পুরো আসরে ১১ টি ম্যাচ খেললেও দেখা পাননি একটিও পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

তবে, ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের জন্য হেটমায়ার সবসময়ই বড় একটি নাম। যে কোনো ম্যাচে ব্যবধান গড়ে দেওয়ার সক্ষমতা ছিল তাঁর। নিশ্চিতভাবেই দলে হেটমায়ারের অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজের জন্য বিরাট এক ক্ষতি। তবে বড় তারকাকে দলের ঊর্ধ্বে বিবেচনা না করার উদাহরণ এর আগে বহু বারই দেখিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তাই এ যাত্রায় ছাড় পাননি শিমরন হেটমায়ারও।       

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...