এক সিরিজে কি একটু রান করেছে যে মাথায় উঠে নাচতেছে!

গিল জবাব দেন, ‘তাতে কি! এর আগে তো আমি সেঞ্চুরি করে ফেলেছি। তুমি এই সিরিজে করেছোটা কি?’ বেয়ারস্টোর পাল্টা জবাব, ‘তুমিই বা কত রান করেছো?’

ধর্মশালা টেস্টে স্লেজিং যেন শিল্পের পর্যায়েই পৌঁছে গেছে। তৃতীয় দিনে দৃশ্যপটে আবারও শুভমান গিল। আবারো বাক-বিতণ্ডতায় জড়ান তিনি। এবার ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টোর সাথে লেগে যায় তাঁর। যদিও শুরুটা বেয়ারস্টোই করেন।

ক্রিজে তখন ব্যাট হাতে ছিলেন বেয়ারস্টো। তিনি গিলকে খোঁচা মেরে বলেন, ‘গিল, তুমিই তো সে, যে অ্যান্ডারসনকে অবসর নেওয়ার কথা মনে করিয়ে দিয়ে পরের বলেই আউট হয়ে গেছো!’

গিল জবাব দেন, ‘তাতে কি! এর আগে তো আমি সেঞ্চুরি করে ফেলেছি। তুমি এই সিরিজে করেছো টা কি? কয়টা সেঞ্চুরি?’ বেয়ারস্টোর পাল্টা জবাব, ‘তুমিই বা কত রান করেছো?’

ঘটনা আরও অনেক দূর গড়াতে পারত। কিন্তু, তখনই  শর্ট লেগে থাকা সরফরাজ খান  মজার ছলে বলেন, ‘জনি ভাই ইজি! জনি ভাই ইজি!’

উইকেটের পেছনে ছিলেন ধ্রুব জুরেল। তিনি সরফরাজকে বলেন শুভগান গিলকে চুপ থাকতে বলে দিতে। জুরেল বলেন, ‘ওরে চুপ থাকতে বল। এক সিরিজে কি একটু রান করেছে যে মাথায় উঠে নাচতেছে!’

সত্যিই, গিলের এমন রূদ্রমূর্তির পেছনে ফর্মও একটা কারণ বটে। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে নয় ইনিংসে তিনি করেন ৪৫২ রান। গড় ৫৬.৫০!

অন্যদিকে, নিজের ক্যারিয়ারেরই অন্যতম বাজে সময় কাটাচ্ছেন বেয়ারস্টো। ভারতের মাটিতে ১০ ইনিংসে তিনি করেন মাত্র ২৩৮ রান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...