শুভমান গিল কতটা সম্পদশালী?

২০২৩ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন ভারতের শুভমান গিল। এ বছরে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকে। আর তাই খুব কম সময়ের মধ্যে নিজের জনপ্রিয়তাকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। বাইশ গজের শুভমান গিল বাইরের দুনিয়ায় কতটা সম্পদশালী তা নিয়ে কৌতুহল রয়েছে অনেকের। অবাক করা ব্যাপার হলো, বছর চারেকের ব্যবধানে কোটিপতি বনে গিয়েছেন এই ক্রিকেটার।

শুভমান গিলের বর্তমান বয়স মাত্র ২৪ বছর। এর মধ্যেই কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি একটি প্রতিবেদন জানাচ্ছে, শুভমান গিলের মোট সম্পত্তির পরিমাণ ৩২ কোটি টাকারও বেশি। এই ৩২ কোটি টাকার সম্পত্তির মধ্যে ক্রিকেট খেলেই এখন পর্যন্ত তাঁর সম্পত্তির পরিমাণ ১১ কোটি ২৪ লক্ষ টাকা। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে বিপুল পরিমাণে অর্থ আয় করেন শুভমান গিল।

বিসিসিআইয়ের চুক্তিভূক্ত ক্রিকেটারদের তালিকায় বি গ্রেডে রয়েছেন গিল। আর এখান থেকে তিনি বছরে ৩ কোটি টাকা আয় করেন। এছাড়া টি-২০, ওয়ানডে ও টেস্ট, তিন ফরম্যাটেই দলের অংশ হওয়ায় ম্যাচ ফি পান তিনি। টি-টোয়েন্টিতে ম্যাচ প্রতি ৩ লক্ষ, ওয়ানডেতে ৬ লক্ষ ও টেস্ট ম্যাচ প্রতি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পান এ ওপেনার। এ ছাড়া আইপিএল খেলে গুজরাট টাইটান্স থেকে পান ৮ কোটি টাকা। আসন্ন আসরে তিনিই দলটিকে নেতৃত্ব দিবেন।

ক্রিকেটার শুভমান গিলের গাড়ির শখও রয়েছে। তাঁর গ্যারাজে একাধিক দামি গাড়ি রয়েছে। তাঁর গ্যারাজে রেঞ্জার রোভার ভেলারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে। এ ছাড়া গিলের কাছে মাহিন্দ্রা থারসহ আরও বেশ কয়েকটা দামি গাড়ি রয়েছে।

কৃষক পরিবারে জন্মেছিলেন শুভমান গিল। সেখান থেকে শুধু ক্রিকেটকে সম্বল করেই রীতিমত সম্পদের পাহাড় গড়ে তুলছেন এ ওপেনার। নিজের ব্যাটিং নৈপুণ্য দিয়ে ভারতের আগামীর ভবিষ্যতই শুধু হয়ে উঠছেন না,  সম্পদশালী ক্রিকেটারদের তালিকাতেও নিজের নাম লেখাচ্ছেন গিল। বয়স সবে ২৪। এখনও বহু পথচলা বাকি। গিল যেভাবে ছুটছেন, সেই ‘ছুটে চলা’ সামনে বন্ধ না হলে তাঁর সম্পদের পরিমাণ এক সময় মানুষের শত বিস্ময়ের কারণ হয়ে দাঁড়াবে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link