শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের মতবিরোধ চলছিল বেশ কয়েক মাস ধরেই। গত বছরের এক তদন্তে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) দুর্নীতি খবরও বেরিয়ে এসেছিল প্রকাশ্যে। তারপরও কোনোভাবে ছাড় পেয়ে যায় বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা।
তবে, এবার আর রেহাই পেল না লঙ্কান ক্রিকেট বোর্ড। পুরো বোর্ডকেই বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল হারের পরই মূলত টনক নড়েছিল ক্রীড়া মন্ত্রণালয়ের।
ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে এক বিবৃতিতে এসএলসির গভর্নিং বডিকে ‘লজ্জাহীন, বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ’ অভিহিত করে বলেছিলেন। বলেছিলেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত।
এরপরেই পদত্যাগ করেছিলেন সেক্রেটারি মোহন ডি সিলভা। তবে সেই সেই পদত্যাগের ৪৮ ঘন্টা না পেরোতেই এবার পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়।
পুরনো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার পরপরই অবশ্য নতুন একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। এসএলসি’র অন্তর্বর্তীকালীন সেই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। রানাতুঙ্গাকে প্রধান করে ৭ সদস্যের একটি পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে।
এই কমিটিতে রয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপক্ষে এবং ব্যাবসায়ী হিশাম জামালদিন।