আবরার, ফখর জামানের মতই ‘ইমপ্যাক্টফুল’

সুযোগ পেলে ফখর জামানের মতই ইম্প্যাক্টফুল পারফরম্যান্স দেখাতে পারবেন আবরার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাথায় আঘাত পেয়েছিলেন শাদাব খান; খেলতে পারেননি নিউজিল্যান্ড ম্যাচেও। গুঞ্জন রয়েছে, বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন তিনি। সেক্ষেত্রে মিস্ট্রি স্পিনার আবরার আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করবে পাকিস্তানের টিম ম্যানেজম্যান্ট।

আর তাঁকে নিয়ে ইমাদ ওয়াসিমের প্রত্যাশা অনেক। এই অলরাউন্ডারের বিশ্বাস, সুযোগ পেলে ফখর জামানের মতই ইম্প্যাক্টফুল পারফরম্যান্স দেখাতে পারবেন আবরার। তিনি বলেন, ‘আমরা কিছুদিন ধরে বলে আসছিলাম যে, ফখর জামান একজন ইম্প্যাক্ট ক্রিকেটার। একইভাবে আবরার যখন খেলবে, সেও কার্যকরী প্রভাব রাখবে।’

যদিও অভিজ্ঞ শাদাব খানকে এখনি হাতছাড়া করতে চায় না পাকিস্তান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তাঁকে পাওয়ার আশায় রয়েছে বাবর আজমের দল। অবশ্য বৈশ্বিক আসরে বলার মত পারফর্ম করতে পারেননি এই লেগ স্পিনার, এখন পর্যন্ত মাত্র দুইটি উইকেট পেয়েছেন তিনি। তাই তাঁর ওপর ভরসা করা নিয়েও প্রশ্ন জেগেছে ভক্ত-সমর্থকদের মনে।

এমন অবস্থায় টিম ম্যানেজম্যান্টকে বুদ্ধি বাতলে দিয়েছেন মোহাম্মদ আমির। হার্দিক পান্ডিয়ার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘আবরার আহমেদকে দলে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল কিন্তু শাদাব ফিট হয়ে পরবর্তী ম্যাচ খেলবে এমন আশা করা হচ্ছে। অথচ [হার্দিক] পান্ডিয়া ইনজুরিতে পড়ায় টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন।’

‘কারণ হিসেবে বলেছিলেন যে, ভারত তাঁর পরিবর্তে একজন ফিট খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারবে। সুতরাং এটি আবরারকে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল তবে কেবল টিম ম্যানেজমেন্ট বলতে পারে তারা কী ভাবছে।’, যোগ করেন তিনি।

সর্বশেষ দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে সেমিফাইনালের দৌড়ে বড় লাফ দিয়েছে পাকিস্তান। তাই ইংলিশদের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ তাঁদের জন্য; এখন দেখার বিষয়, মিকি আর্থার এবং তাঁর প্যানেল শাদাব-আবরার ইস্যুতে কি সিদ্ধান্ত চূড়ান্তভাবে গ্রহণ করে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...