শুভমান গিল, ভারতের নতুন অধিনায়ক?

রিসার্ভের তালিকা থেকে সরাসরি ভারতের অধিনায়কের রূপে দেখা যেতে পারে শুভমান গিলকে।  

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন ভারতের রিসার্ভের তালিকায়; তবে তাঁকে নিয়ে এখন বাড়তি পরিকল্পনা আঁকছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। রিসার্ভের তালিকা থেকে সরাসরি ভারতের অধিনায়কের রূপে দেখা যেতে পারে শুভমান গিলকে।

মূল দলের সবাই বিশ্বকাপে ব্যস্ত থাকায়, আগামী ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের যুবদলের নেতৃত্ব আসতে পারে তরুণ ব্যাটার গিলের কাঁধে। যেখানে বিশ্বকাপের পর রোহিত শর্মা- বিরাট কোহলিদের বিশ্রাম দেয়ার কথা ভাবা হচ্ছে। যদিও কমিটির পক্ষ থেকে হার্দিক পান্ডিয়া এবং সুরিয়াকুমার যাদবের সাথে যোগাযোগ করা হয়েছে, তবের তাঁরা জিম্বাবুয়ের লম্বার ভ্রমণে অসম্মতি প্রকাশ করেছে।

তবে ভারতের ঐ দলে দেখা মিলবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফর্ম করা কয়েকজন তরুণের। যাদের মধ্যে রয়েছে অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, তুষার দেশপান্ডে। তাছাড়া সানজু স্যামসন, যশ্বসী জয়সওয়াল আর রিংকু সিংয়ের দেখা মিলবে সেই দলে।

ইতিমধ্যেই ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে কমিটি। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজর কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছেন গিল। তাঁর সাথে ছিলেন পেসার আভেশ খানও। তাঁদের বিশ্রামের কথা চিন্তা করেই দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বোর্ড।

প্রথমবারের মত জাতীয় দলের সাথে যুক্ত হতে যাচ্ছে অভিষেক শর্মার নাম। পাঞ্জাবের এই ব্যাটার এবারের আইপিএলে করেছেন মোট ৪৮৪ রান। সেই প্রতিযোগীতায় আছে রিয়ান পরাগের নামও। তিনি মোট ৫৭৩ রান করেছেন এবারের আইপিএলে। তাছাড়া নির্বাচকরা আরো একজন পেসারকে পরীক্ষা করতে চাচ্ছেন,তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের  রেড্ডি। যিনি নির্বাচিত হয়েছেন বিসিসিআইয়ের প্লেয়ার অফ দ্য ইয়ার।

অর্থাৎ জিম্বাবুয়ের বিপক্ষে অভিজ্ঞ তরুণদের নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছে ভারত। যেখানে তারকা ক্রিকেটাদের পাওয়ার সম্ভবনা খুবই কম।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...