২০২৩ বিশ্বকাপের ফাইনালে হার পুরো ভারতকে শোকাচ্ছন্ন করে তুলেছে। টানা দশ ম্যাচ জিতেও শেষটা সুন্দর করতে না পারার আক্ষেপ কুরে কুরে খাচ্ছে তাঁদের। তবে এটা নিয়ে পড়ে থাকলেই তো হবে না, এগিয়ে যেতে হবে সামনের দিকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনি দল গুছানো শুরু করতে হবে টিম ইন্ডিয়াকে।
নতুন পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে কোচের আসনে পরিবর্তন এসেছে। রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন ভিভিএস লক্ষ্মণ; এবার অধিনায়ক রোহিত শর্মার দায়িত্বেও বদল আসতে যাচ্ছে, টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। একই সাথে ওয়ানডে ফরম্যাটে তাঁর অধিনায়কত্ব করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে আগামী কয়েক দিনের মধ্যেই।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) মূলত সাদা বলে রোহিতের ভবিষ্যত নিয়ে দ্বিমুখী ভাবনায় রয়েছে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে তাঁর হাতেই নেতৃত্ব থাকবে নাকি এখনি ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন ক্যাপ্টেন ঠিক করা হবে – এই বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এখন দ্রুত সিদ্ধান্ত নিতে চায় তাঁরা।
রোহিত অবশ্য স্পষ্ট করেছেন নিজের অবস্থান, জানিয়ে দিয়েছেন সংক্ষিপ্ততম সংস্করণ নিয়ে তেমন কোন লক্ষ্য নেই। এই ফরম্যাট থেকে বাদ দেয়া হলে তাই তাঁর সমস্যা নেই। তবে ওয়ানডে ফরম্যাটে এই তারকার ভবিষ্যৎ কেমন হবে সেটা নিশ্চিত নয়।
বোর্ডের অভ্যন্তরীণ একটি সূত্র বলেছে যে, ‘রোহিত ২০২৩ বিশ্বকাপের আগে ভারতীয় নির্বাচক কমিটিকে জানিয়েছিলেন যে, টি-টোয়েন্টির জন্য বিবেচনা না করা হলে নিজের কোন সমস্যা নেই। নির্বাচকরাও তরুণ খেলোয়াড়দের নিয়ে এগিয়ে যেতে চান।
আপাতত তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের দিকে মনোযোগী, ভারতের টেস্ট দলকে বেশি সময় দিবেন। সেই সাথে এই ফরম্যাটে একজন অধিনায়ককে তৈরি করাও তাঁর এজেন্ডার একটি অংশ।’