আইসিসির মাসসেরার তালিকায় তাইজুল

তাইজুল ইসলামের এমন বোলিং তাঁকে এনে দিয়েছে দারুণ স্বীকৃতি। আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ডিসেম্বর মাসের সেরার লড়াইয়ে তাঁর সাথে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার গ্লেন ফিলিপস। 

সিলেট টেস্টে কিউদের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে সে ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।আর তাতে দেশের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

তাইজুল ইসলামের এমন বোলিং তাঁকে এনে দিয়েছে দারুণ স্বীকৃতি। আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ডিসেম্বর মাসের সেরার লড়াইয়ে তাঁর সাথে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার গ্লেন ফিলিপস।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন তাইজুল। এরপর দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে নেন ৬ উইকেট। আর এতেই ১৫০ রানের বড় জয় পায় বাংলাদেশ। মিরপুর টেস্টে হেরে বাংলাদেশ সিরিজ জিততে না পারলেন দুই ম্যাচে ১৫ উইকেট নিয়ে সিরিজের সেরা হন তাইজুল। আর এমন পারফরম্যান্সই তাঁকে এনে দিয়েছে ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়নের স্বীকৃতি। 

ডিসেম্বর মাসের সেরার দৌড়ে থাকা প্যাট কামিন্স ডিসেম্বরে নিয়েছে নিয়েছেন ১৩ উইকেট। পাকিস্তানকে ৩-০তে হোয়াইটওয়াশ করা টেস্ট সিরিজের দুটি ম্যাচ হয় ডিসেম্বরে। ওই দুই ম্যাচে কামিন্স নেন ১৩ উইকেট।  ১৩ শিকার। পার্থে মোটে ৩ উইকেট নিলেও মেলবোর্ন টেস্টে এ পেসার ২ ইনিংসেই নেন ৫ টি করে উইকেট। 

বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট জয়ের নায়ক গ্লেন ফিলিপস রয়েছেন এ তালিকায়। সে ম্যাচের প্রথম ইনিংসে ৭২ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ২৭ বছর বয়সী এই ব্যাটার। পরে ১৩৭ রানের লক্ষ্য তাড়ায় দল যখন ৬ উইকেটে ৬৯ রানের নড়বড়ে অবস্থানে, তখন ৪৮ বলে অপরাজিত ৪০ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন তিনি। 

উল্লেখ্য, পুরুষদের পাশাপাশি ডিসেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারের তালিকাও প্রকাশ করেছে আইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের জেমিমা রদ্রিগেস, দীপ্তি শার্মা ও জিম্বাবুয়ের প্রেশাস মারাঙ্গে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...