দলে আপাতত তামিম ইকবাল নেই। খেলছেন না এশিয়া কাপ। ওয়ানডে দলের অধিনায়কত্বও ছেড়েছেন। তবে ক্রিকেটটা এখনও ছাড়েননি। হাল ছেড়ে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছেও যেন তাঁর নেই।
বদ্ধপরিকর ফিরে আসতে। তাইতো সকাল সকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তামিম ইকবাল খান। বাঁ-হাতি এই ব্যাটার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
দিনকতক আগে যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন তিনি। ডাক্তারদের পরামর্শে ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন। এখন ধীরে ধীরে মাঠে ফেরার অপেক্ষা তার।
তবে মাঠে ফিরতে হলে তাকে নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। প্রস্তুত করতে হবে নিজেকে। শুরুটা অবশ্য ফিটনেস দিয়েই। তাইতো তামিম বুধবার সকাল বেলাই এসেছেন মিরপুর একাডেমি লাগোয়া জিমে। সেখানে হালকা ব্যায়াম হয়ত তিনি করেছেন। এর মধ্যে একটা বিতর্কও আছে।
সকাল থেকেই একটা খবর চাউড় হয়েছে সর্বত্র। তামিমকে নির্দিষ্ট কিছু ব্যায়ামের পরামর্শ আগেও দেওয়া হয়েছিল। যা কিনা ব্যথা প্রশমিত করা ছাড়াও, ব্যাথাকে দূরে রাখতে সহয়তা করত। কিন্তু তামিম সেসব নাকি করেননি। ক্রিকেট অপারেসন্স চেয়ারম্যান ও বিসিবির ডাক্তারদের সাথে বৈঠক থেকেই এসেছে সেই তথ্য।
তাছাড়া তামিমের ইনজুরি ফিরে আসায় তিনি আঙুল তুলেছিলেন দলের ফিজিওদের উপর। অথচ তিনিই কিনা ডাক্তারদের পরামর্শ আগ্রাহ্য করেছেন। সেটার ক্ষতি অবশ্য তামিম নিজেই হাড়েহাড়ে টের পাচ্ছেন। অধিনায়কত্ব চলে গেছে তার কিংবা ছেড়েছেন তিনি।
তাছাড়া এশিয়া কাপও মিস করে গেলেন। প্রবল সম্ভাবনা রয়েছে বিশ্বকাপও মিস করে যাওয়ার। তবে এদফা আর ভুল করতে চাইছেন না তামিম। নিজের ইনজুরি নিয়ে আর হেলাফেলা করছেন না সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক।
সঠিক প্রক্রিয়া মেনে পুনর্বাসন শুরু করেছেন। এবার বিসিবিও বেশ সতর্ক তার বিষয়ে। কঠিন তদারকিতে থাকছেন তামিম। এখন স্রেফ ফেরার পালা। স্বরূপে ফিরবেন নাকি মলিন হয়ে, তা হয়ত বলে দেবে সময়।