তামিমের বিকল্প তামিম!

তানজিদ নিজেও আগে বারবারই বলেছেন যে তিনি তামিম ইকবালই হতে চান। এবার সেই তামিমের বিদায়েই হয়তো শুরু হবে নবাগত তামিমের।

তামিম ইকবালের বিকল্প হওয়ার দৌঁড়ে সবার চেয়ে এগিয়ে আছেন আরেকজন তামিম। তিনি হলেন তানজিদ হাসান তামিম। ইমার্জিং এশিয়া কাপের পারফরম্যান্সই জাতীয় দলের দরজা খুলে দিচ্ছে অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের।

এখানে আরেকটা নাম আসতে পারতো জাকির হাসানের। তবে, আপাতত তাঁকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা লাল বলের ক্রিকেট কেন্দ্রিক। ফলে, তানজিদ হাসান তামিমের জন্য রাস্তাটা পরিস্কারই বলা যায়।

বিবেচনায় আরও তিন জনের মত আছেন। সদ্যই জাতীয় দলে খেলা রনি তালুকদার ও মোহাম্মদ নাঈম শেখ আলোচনায় থাকলেও বেশ পিছিয়ে আছেন। কারণ, কেউই জাতীয় দলে এসে আস্থার প্রতিদান দেখাতে পারেননি।

ঘরোয়া ক্রিকেটে রানফোয়ারা ছোটালেও সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ব্যর্থতার তলানিতে ঠেকেছিল নাইমের ব্যাটিং। অন্যদিকে, রনি তালুকদার অবশ্য একটি মাত্র ওয়ানডে ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন। তবে লিস্ট ‘এ’ ক্রিকেট পরিসংখ্যান বলে, ৫০ ওভারের ক্রিকেটে ঠিক কোনো সময়েই স্বাচ্ছন্দ্য ছিলেন না এ ব্যাটার।

আরেকজন বিকল্প হতে পারেন সৌম্য সরকার। তিনি ইমার্জিং এশিয়া কাপে রান পেলেও রান করার ধরণটা ছিল দৃষ্টিকটু। আর তিনি ওপেনিংয়ে নয়, বরং বিবেচনায় আছেন সাত নম্বরের জন্য। ফলে, সব রকম হিসাব নিকাশ বলছে বাজিটা ধরা হবে তানজিদ তামিমের ওপরই। শেষ সিদ্ধান্তটা নিতে হবে কোচ চান্দিকা হাতুরুসিংহে ও নির্বাচক প্যানেলকে।

তানজিদ নিজেও আগে বারবারই বলেছেন যে তিনি তামিম ইকবালই হতে চান। এবার সেই তামিমের বিদায়েই হয়তো শুরু হবে নবাগত তামিমের। তামিমের ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতে পারবেন তো জুনিয়র তামিম? উত্তরের জন্য সময়ের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...