সুমনকে তামিমের গ্লাভস উপহার

সুমন খান এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সর্বোচ্চ উইকেটশিকারি। ডিউক বল হাতে সুমন ব্যাটারদের জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন যেন। এনসিএলের ছয় ম্যাচে সুমনের ঝুলিতে জমা পড়েছে ৩৩ উইকেট। এই পেসার পাঁচ উইকেট পেয়েছেন দুইবার।

রাত পোহালেই বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম ম্যাচে তামিম ইকবাল যখন ওপেন করতে নামবেন তখন তাঁর জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হবে এই ছেলেটাই। নতুন বলে সুমন খানের পেস সামলাতে হয়তো আগে থেকে কোন পরিকল্পনাও সাজাবেন তামিম। সেসস নাহয় আগামীকালই দেখা যাবে। বাইশ গজে মুখোমুখি হবার আগ পর্যন্ত তো সুমন তামিমের ছোট ভাই। আর ছোট ভাইয়ের পারফর্মেন্সে খুশি হয়ে নিজের একজোড়া গ্লাভসই তুলে দিলেন সুমনে হাতে।

সুমন খান এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সর্বোচ্চ উইকেটশিকারি। ডিউক বল হাতে সুমন ব্যাটারদের জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন যেন। এনসিএলের ছয় ম্যাচে সুমনের ঝুলিতে জমা পড়েছে ৩৩ উইকেট। এই পেসার পাঁচ উইকেট পেয়েছেন দুইবার।

পেসার সুমন খান ঠিক কতটা ভয়ংকর ছিলেন সেটা স্পষ্ট বলে দেয় তাঁর বোলিং গড়। এবারের আসরে একটা উইকেটের জন্য সুমন রান খরচ করেছেন মাত্র ১১ করে। ফলে আগামীকাল থেকে শুরু হতে চলা বিসিএলের আগেও ব্যাটাররা বাড়তি সতর্ক থাকবেন সুমনকে নিয়ে।

সে যাইহোক, সুমনের এমন বোলিং পারফর্মেন্স মুগ্ধ করেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকেও। তাইতো মিরপুরে আজ অনুশীলনের মাঝ পথেই সুমনকে ডেকে পাঠালেন তামিম। উপহার দিলেন এক জোড়া ব্যাটিং গ্লাভস। হয়তো বিসিএলে ব্যাট করার সুযোগ পেলে এই গ্লাভস পরেই নামবেন সুমন।

ওদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আজ যেন ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হয়। জাতীয় দলের ক্রিকেটার থেকে লোকাল ক্রিকেটার সবাই আজ একইমাঠে অনুশীলন করেছেন। বিসিএলের চারদলই আজ অনুশীলন করেছেন মিরপুরে।

সাভারের বিকেএসপিতে আগামীকাল সকাল ৯টায় শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিসিএলের খেলা। এটি মূলত চার দিনের ম্যাচের আসর হলেও, গত মৌসুম থেকে জুড়ে দেওয়া হয়েছে ওয়ানডে ফরম্যাটও। এবার সামনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় এক দিনের ম্যাচগুলোই আগে আয়োজন করা হচ্ছে। ২৭ তারিখ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

আগামীকাল তামিম ইকবালের দল ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবে সুমনদের সেন্ট্রাল জোন। দিনের আরেকম্যাচে মুখোমুখি হবে সাউথ জোন ও নর্থ জোন। দুটি ম্যাচই বিকেএসপিতে শুরু হবে আগামীকাল সকাল নয়টায়।

ওদিকে এবারের বিসিএলের চার দিনের ম্যাচগুলো কবে আয়োজন করা হবে তা নিয়ে আলোচনা চলছে বিসিবির টুর্নামেন্ট কমিটির। ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এটি মাঠে গড়ানোর কথা রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...