শেষ ম্যাচে অনিশ্চিত তাসকিন আহমেদ

একদিন আগেই দলে সুযোগ পেয়েছিলেন তাসকিন। তবে ২৪ ঘন্টার ব্যবধানে পেটের সমস্যায় ভুগছেন টাইগার এ পেসার। তাই শেষ পর্যন্ত কিউইদের বিপক্ষে তাসকিনকে নাও দেখা যেতে পারে একাদশে। 

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ৫ পরিবর্তন নিয়ে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে ফিরেছিলেন তাসকিন-শরিফুলরা। তবে দলে ফিরলেও সিরিজের শেষ ম্যাচ খেলা নিয়ে এখন শঙ্কার মুখে তাসকিন আহমেদ।

একদিন আগেই দলে সুযোগ পেয়েছিলেন তাসকিন। তবে ২৪ ঘন্টার ব্যবধানে পেটের সমস্যায় ভুগছেন টাইগার এ পেসার। তাই শেষ পর্যন্ত কিউইদের বিপক্ষে তাসকিনকে নাও দেখা যেতে পারে একাদশে।

তাসকিনের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনের পেট খারাপ হয়েছে। পরের ম্যাচে খেলবে কিনা এটা নিশ্চিত নয়। এটা ফুড পয়জনিংয়ের কারণে হয়েছে। তবে আশা করা যায়, আজই ঠিক হয়ে যাবে। মূলত, ওর খেলার বিষয়টি নির্ভর করছে শারীরিক দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।’

এদিকে শেষ ম্যাচে তাসকিন-শরিফুলরা ফেরায় দল থেকে বাদ পড়েছিলেন পেসার খালেদ আহমেদ। তবে আজ মিরপুর শেরে বাংলায় জাতীয় দলের অনুশীলনে ছিলেন খালেদ। মূলত তাসকিনের না খেলার শঙ্কা থাকাতেই তাঁকে অনুশীলনে রাখা হয়েছে। শেষ ম্যাচে যদি তাসকিন খেলতে না পারেন তাহলে একাদশে থাকতে পারেন খালেদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য আগামী ম্যাচ টাইগাররা সিরিজ হার এড়াতেই মাঠে নামবে। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়া লকি ফার্গুসনের দল এখন ১-০ তে সিরিজে এগিয়ে আছে। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...