কলকাতায় মুস্তাফিজ, তাসকিন ব্যাঙ্গালুরুতে?

এখন কেবল সময়ের অপেক্ষা। হয়তো কয়েকদিনের মধ্যেই সব জল্পনার অবসান হবে। মুস্তাফিজ কি কলকাতায় যাবেন? তাসকিন কি খেলবেন ব্যাঙ্গালুরুর জার্সিতে? প্রশ্নগুলোর উত্তর জানতে অধীর আগ্রহ নিয়ে বসে আছে বাংলাদেশ।

কলকাতার ক্রিকেট মহলে ফিসফাস — আসছেন কাটার মাস্টার? হ্যাঁ, বাংলাদেশি পেস-জাদুকর মুস্তাফিজুর রহমান এখন আলোচনার কেন্দ্রে। কলকাতা নাইট রাইডার্সের বেগুনী-সোনালী জার্সির সঙ্গে যোগ হতে পারেন বাঁহাতি এই পেসার। আলোচনায় আছেন তাসকিন আহমেদও।

আইপিএলের দরজায় কড়া নাড়ছে নতুন মৌসুম, আর তার আগেই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের গভীর আলোচনা চলছে। দক্ষিণ আফ্রিকার আনরিচ নর্কিয়া থাকলেও তিনি এখনও পুরোপুরি ফিট নন। ফলে, অন্তত মৌসুমের শুরুটার জন্য মুস্তাফিজের দিকে হাত বাড়াতে পারে কেকেআর।

কিন্তু এখানেই শেষ নয়— মুস্তাফিজের জাদুকরী কাটারকে ঘিরে কেবল কেকেআরই নয়, আরও একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে। গুঞ্জন বলছে, তার এক সাবেক দলও তাকে ফিরিয়ে নিতে মরিয়া! সেই সাবেক দল কে?

সেই নিয়েও আছে জল্পনা-কল্পনা। গোটা আইপিএল জুড়েই পেসাররা আছেন ইনজুরি ঝুঁকিতে। রাজস্থান রয়্যালসের জোফরা আর্চার, সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কামিন্স-কে নিয়ে ঝুঁকি আছে। দিল্লী ক্যাপিটালসে নাম লেখানো মিশেল স্টার্কেরও না খেলার সম্ভাবনা আছে। ফলে, তাঁদের বিকল্প ভাবনায় আছেন মুস্তাফিজ।

মুস্তাফিজ একাই নন, আলোচনায় আছেন বাংলাদেশের তাসকিন আহমেদও। তাসকিনের জন্য আলোচনায় আগের মত এখনও আছে লখনৌ সুপার জায়ান্টস। তবে, এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আলোচনা বেশি যৌক্তিক। কারণ, সেখানে শঙ্কা আছে জশ হ্যাজেলউডকে ঘিরে। ফলে, বিরাট কোহলিরা তাসকিনে বিকল্প খুঁজে নিতে পারে।

এখন কেবল সময়ের অপেক্ষা। হয়তো কয়েকদিনের মধ্যেই সব জল্পনার অবসান হবে। মুস্তাফিজ কি কলকাতায় যাবেন? তাসকিন কি খেলবেন ব্যাঙ্গালুরুর জার্সিতে? প্রশ্নগুলোর উত্তর জানতে অধীর আগ্রহ নিয়ে বসে আছে বাংলাদেশ।

Share via
Copy link