রহস্যময় উদযাপনের ভিক্টর গ্যোকেরেসের উত্থান, রিয়াল নাকি বার্সা?

প্রতিটি গোলের পর তিনি যেন জানান দেয় তার আগমনের। তিনি এসেছেন নিজেকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে। মাঠে তার দাপট বাড়ার সাথে সাথে তার রহস্যময় সেলিব্রেশন তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

গোলপোস্ট কেঁপে উঠল। দর্শকদের উল্লাস ছেয়ে গেল স্টেডিয়ামে। আর মাঝখানে দাঁড়িয়ে ছিলেন ভিক্টর গ্যোকেরেস। তার চোখে এক অদ্ভুত তীব্রতা। মুখে এক রহস্যময় হাসি। হাত দুটি মুখের কাছে তুলে ধরেছিলেন। আঙুলগুলো জড়িয়ে এক ভয়ংকর মুখোশ গড়ে তুলেছিলেন। এই ভয়ঙ্কর সেলিব্রেশনটিই গ্যোকেরেসের স্বাক্ষর হয়ে উঠেছে।

এই রহস্যময় সেলিব্রেশন নিয়ে দর্শক ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ মনে করেন এটা ‘হ্যানিবাল’ সিরিজের খ্যাতনামা লেক্টারের মুখোশ থেকে অনুপ্রাণিত। আবার কেউ কেউ বলছেন, এটা তাঁর মানসিক দৃঢ়তার প্রতীক।

তবে বাস্তবটা আরও বাস্তব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গ্যোকেরেস জানিয়েছেন, তার সেলিব্রেশনের অনুপ্রেরণা এসেছে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ সিনেমার খলনায়ক বেনের কাছ থেকে। ছবিটির বিখ্যাত সংলাপ ‘Nobody cared until I put on the mask’। আর এটাই সুইডিশ ফরোয়ার্ডের মনে গেঁথে গিয়েছে। তাঁর অজানা থেকে তারকা খেলোয়াড় হয়ে ওঠার যাত্রার শুরু এখানেই।

প্রতিটি গোলের পর তিনি যেন জানান দেন তার আগমনের। তিনি এসেছেন নিজেকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে। মাঠে তার দাপট বাড়ার সাথে সাথে তার রহস্যময় সেলিব্রেশন তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

চলতি মৌসুমে তিনি দারুণ পারফর্ম করছেন। ইতোমধ্যেই তিনি ক্লাবের হয়ে, সকল প্রতিযোগিতায় ১৮ ম্যাচে ২৩ টি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন। জাতীয় দলেও তিনি ভালো খেলছেন। তিনি সুইডেনের হয়ে গত ১০ ম্যাচে পাঁটি গোল, পাঁচটি অ্যাসিস্ট করেছেন। তার এই অসাধারণ পারফর্মেন্স ইউরোপের বড় ক্লাব গুলোর নজর কেড়েছে। ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাব গুলোর আগ্রহের গুঞ্জন শোনা যাচ্ছে।

বার্সেলোনা মনে করছে তিনি হয়ত রবার্ট লেওয়ানডস্কি সেরা বিকল্প। অপরদিকে রিয়াল মাদ্রিদ এই মৌসুমে একজন যথাযথ নাম্বার নাইনের অভাবে ভুগছে। গ্যোকেরেস হয়ত হতে পারে মাদ্রিদের সেই নাম্বার ৯। ইউরপিয়ান বড় ক্লাব গুলোর এমন চাহিদার শক্তি ঠেকিয়ে, হয়তো স্পোর্টিং সিপি তাকে আর বেশিদিন ধরে রাখতে পারবে না। এখন শুধু দেখার অপেক্ষা, বড় ক্লাবে গিয়ে তিনি পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে পারেন কি না!

Share via
Copy link