বিচিত্র এক রেকর্ডের মালিক তিনি। দু’টো ওয়ানডে খেলেছেন বাংলাদেশের হয়ে। দু’টোতেই ডাক। এমন রেকর্ড নিয়েই ক্যারিয়ারটা শেষ করতে হবে ফজলে রাব্বিকে।
টেস্ট অভিষেকের কাছাকাছি চলে এসেছিলেন একবার। নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন ২০২২ সালে। তবে, সেবার স্বপ্নের টেস্ট ক্যাপ পাওয়া হয়নি।
আসলে, কোনো ফরম্যাটেই কখনও ‘স্পেশাল’ কিছু ছিল না ফজলে রাব্বির মধ্যে। আজও নেই। তবে, তিনি লড়াই করতে জানেন।
সিলেটেই যেমন এক অসম লড়াই লড়লেন ঢাকা মেট্রোর বিপক্ষে। খুব বড় কিছু নয়। টি-টোয়েন্টিতে যেখানে আজকাল ৪০-৫০ বলে সেঞ্চুরি হয়, সেখানে তিনি ৫২ বল খেলে করেছেন ৭৭ রান।
ওই যে, রাব্বির মধ্যে কোনো এক্স ফ্যাক্টর নেই। এটাই তাঁর সামর্থ্যের সর্বোচ্চ সীমা। সেই সীমায় তিনি বলকে সীমানার বাইরে পাঠালেন নয়বার – চারটি চার ও পাঁচটি ছক্কা।
অপর প্রান্ত থেকে সাহায্য পেয়েছেন সামান্যই। কেবল অধিনায়ক সোহাগ গাজী ৩২ বলে ৪০ রান করেছেন। পঞ্চম উইকেট জুটিতে তাঁরা ৮২ রান যোগ করেন।
তারপরও জয়ের থেকে ৩১ রান দূরে থামতে হয় বরিশালকে। অনেকটা ওই ফজলে রাব্বির ক্যারিয়ারের মতই। হি ওয়াজ নট অ্যানাফ! ওয়ান সেভেন্টি সেভেন ইজ নট অ্যানাফ! সব লড়াইয়ের শেষে জাতীয় দল কিংবা জয় লেখা থাকে না!