শুভমান গিল, ভারতের নতুন দুশ্চিন্তা

এখন পর্যন্ত তিন নম্বর পজিশনে তাঁর সর্বোচ্চ মাত্র ২৯ রান। আর টেস্ট ফরম্যাটে সর্বশেষ পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন চলতি বছরের মার্চে।

বিরাট কোহলি আর লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়েরও পরও সেঞ্চুরিয়ন টেস্টে দাঁড়াতে পারলো না ভারত; ৩২ রান ও ইনিংস ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে দলটি। মূলত দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের কারণেই এমন অপ্রত্যাশিত ফলাফলের মুখোমুখি হতে হয়েছে রোহিত শর্মাদের।

বলতে গেলে, ভারতের দুই ইনিংসে কোহলি, রাহুলদের দুইটি ইনিংস ছাড়া কিছুই ছিল না। তবে বাকিদের ব্যর্থতার মাঝেও বেশি চোখে পড়েছে শুভমান গিলকে, এই তরুণ ছিলেন একেবার নিজের ছায়া হয়ে।

যশস্বী জসওয়ালের আগমণের পর থেকে ওপেনিং পজিশন ছেড়ে তিন নম্বরে ব্যাট করছেন গিল। কিন্তু চিরচেনা ধার পাওয়া যায়নি তাঁর ব্যাটে, এখন পর্যন্ত এই পজিশনে তাঁর সর্বোচ্চ মাত্র ২৯ রান। আর টেস্ট ফরম্যাটে সর্বশেষ পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন চলতি বছরের মার্চে।

তাই তো লাল বলে এই ডানহাতির জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের দীনেশ কার্তিক। তিনি বলেন, ‘শুভমান গিল এখানে বড় ভাবনার জায়গা। সে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আমি মনে করি, ২০টি ম্যাচ খেলার পর আপনার যদি ৩০ এর কাছাকাছি গড় এবং আপনি দলে থাকেন তাহলে নিজেকে কিছুটা ভাগ্যবান হিসেবেই দেখবেন।’

সাবেক উইকেটকিপার এই ব্যাটার পরের ম্যাচেই গিলের দারুণ পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছেন। এছাড়া এই ব্যর্থ হলে বিকল্পও বাতলে দিয়েছেন, তিনি বলেন, ‘পরের ম্যাচে ভাল করতে না পারলে তাঁর জায়গা অবশ্যই প্রশ্নের আওতায় থাকবে। মিডল অর্ডারের একমাত্র আমরা মিস করছি সরফরাজ খানকে। আমার কোন সন্দেহ নেই, সে অনেক তাড়াতাড়ি স্কোয়াডে জায়গা করে নেবে।’

এই ধারাভাষ্যকার আরো বলেন, ‘ সরফরাজ ছাড়া মিডল অর্ডার শক্তিশালী করার জন্য আপনার হাতে আর তেমন নাম নেই। রজত পতিদারও সম্ভাবনাময়ী ব্যাটার, আমার ধারণা নির্বাচরকা খুব শীঘ্রই তাঁকে নিয়ে ভাববে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...