বিশ্বকাপে রীতিমতো উড়ছে ভারত, গ্রুপ পর্বে নয় ম্যাচ খেলে একবারও হোঁচট খেতে হয়নি তাঁদের। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে দলটি। একাদশের সবাই অবদান রাখছেন, ফলে সাফল্যের সন্ধান করাটা সহজ হয়েছে রোহিত বাহিনীর জন্য।
সবমিলিয়ে এই টুর্নামেন্টে ৩৯৬.২ ওভার ব্যাটিং করেছে স্বাগতিকরা, এসময় করেছে ২৫২৩ রান। ৪০০ এর কম ওভার খেলেছে এমন দলগুলোর মধ্যে যা সর্বোচ্চ। অন্যদিকে বোলাররা ৪৫০ ওভার হাত ঘুরিয়ে ৮৫ উইকেট শিকার করেছেন, বিনিময়ে দিয়েছেন ১৭০৮ রান যা আবার আসরের সবচেয়ে কম রান খরচের রেকর্ড।
ব্যক্তিগতভাবে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বিরাট কোহলি, এখন পর্যন্ত ৫৯৪ রান এসেছে তাঁর কাছ থেকে। সাতবার পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তিনি, এর মাঝে দুইটি সেঞ্চুরিও রয়েছে।
এছাড়া জাসপ্রিত বুমরাহ দলের পক্ষে সর্বোচ্চ ১৭টি উইকেট শিকার করেছেন। আর লোকেশ রাহুল ১২টি ডিসমিসালের মালিক বনে গিয়েছেন, যা তাঁকে চলতি বিশ্বকাপের তৃতীয় সেরা উইকেটকিপারের মর্যাদা দিয়েছে।
মাস দুয়েক আগেও ভারতের স্কোয়াড নিয়ে প্রশ্ন ছিল, একাদশ নিয়ে বিতর্ক ছিল। শ্রেয়াস আইয়ার, বুমরাহ, রাহুলদের ইনজুরির কারণে টিম কম্বিনেশন নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল তাঁদের। কিন্তু এখন সবকিছুই মন মতো চলছে টিম ইন্ডিয়ার। টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত সব ব্যাটার রান পাচ্ছেন, পেস এটাক তো উড়ন্ত ফর্মে রয়েছে; আবার স্পিনারদের হালকা করে দেখারও সুযোগ নেই।
অধিনায়ক রোহিত বলেন, ‘আমরা যখন টুর্নামেন্ট শুরু করেছিলাম তখন ম্যাচ বাই ম্যাচ চিন্তা করেছি এবং ওই ম্যাচে ভাল খেলার চেষ্টা করেছি; খুব বেশি সামনে তাকাইনি – দলের সবাই এভাবেই এগিয়েছে।’
দেশের একেক প্রান্তে একেক ম্যাচ খেলা নিয়ে তিনি বলেন, ‘আপনি ভিন্ন ভিন্ন জায়গায় খেললে সেভাবে মানিয়ে নিতে হবে। আমরাও তাই করেছি। যেভাবে পুরো দল নয়টা ম্যাচ খেলেছে তাতে আমি খুবই খুশি।’
এই ছন্দ আরো কয়েকটা দিন অন্তত ধরে রাখতে চান এই বিধ্বংসী ওপেনার। শুধু তিনি কেন, পুরো ভারত সেটাই চায়। মাত্র দুইটি ম্যাচ জিতলেই তো এক যুগ পর অধরা বিশ্বকাপ ট্রফি ধরা দিবে হাত, এত কাছে এসে নিশ্চয়ই মন খারাপ করে ফিরতে চাইবে না কেউই।