মুশফিক, তুমি রিয়েলিটি মাইনে নাও

রানের অংকে তো বটেই, প্রথম ইনিংসে আউট হওয়ার ধরণে অপমানিত হয়েছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসের শুরুতে ফিল্ডিং সেট আপ দিয়ে আরেকবার মুশফিককে অপমান করা হল। লেগ সাইডে তাঁকে ঘিরে ছাতার মত ফিল্ডার সাজানো হল।

তিনি সব জায়গায় আগেভাগে যান। অনুশীলনে সবার আগে আসেন। সিলেট টেস্ট খেলতেও দলের চেয়ে দু’দিন আগে চলে এসেছিলেন। মানে তাঁর মধ্যে চেষ্টার কোনো কমতি নেই। কিন্তু, তারপরও দুই ইনিংসে খেললেন যথাক্রমে ১৮ ও ২০ টি করে বল। প্রতিটা ইনিংস থেকে আসল চারটি করে রান। মানে, রান না করার দিক থেকে এখন মুশফিকুর রহিম ভিষণ ধারাবাহিক।

রিয়েলিটি খুব কঠিন। আর এই দু:সময়ই এখন মুশফিকের নির্মম রিয়েলিটি। তিনি অনেক চেয়েও রান করতে পারছেন না। রান করার সামর্থ্য হারিয়ে ফেলেছেন এক সময়কার মিস্টার ডিপেন্ডেবল। সব জায়গায় আগেভাগে গিয়ে যখন, সাজঘরেও ফিরতে হচ্ছে সবার আগে – তাহলে সমস্যা তো কিছু একটা আছেই। নিজের জায়গা আকড়ে ধরে থাকার আপ্রাণ প্রচেষ্টা ক্যারিয়ারের এই বেলায় এসে আগে পড়ে অনেক ক্রিকেটারই দেখিয়েছেন।

তাতে লাভ হয় না। বরং তাতে সম্মান কমে যায়। যেমন, জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসে সম্মানহানি হল মুশফিকের। আর তাঁর যা ক্যারিয়ার, তাতে জিম্বাবুয়ের বিপক্ষে সম্মান কুড়াতে এখন অন্তত পক্ষে ট্রিপল সেঞ্চুরি করার দরকার ছিল। ট্রিপল সেঞ্চুরি দূরের কথা, রানটা দুই ইনিংস মিলিয়েও দুই অংকের ঘরে নিয়ে যেতে পারলেন না মুশফিক। আদতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে না নামলেও তাঁর খুব একটা ক্ষতি হত না।

রানের অংকে তো বটেই, প্রথম ইনিংসে আউট হওয়ার ধরণে অপমানিত হয়েছেন মুশফিক। দ্বিতীয় ইনিংসের শুরুতে ফিল্ডিং সেট আপ দিয়ে আরেকবার মুশফিককে অপমান করা হল। লেগ সাইডে তাঁকে ঘিরে ছাতার মত ফিল্ডার সাজানো হল।

ব্লেসিং মুজারাবানির বাড়তি বাউন্স আর মুভমেন্টে ভুল করেছিলেন মুশফিকুর রহিম। অফস্টাম্পের বাইরে বল, একটু বাউন্স করে বেরিয়ে যাচ্ছিল। মুশফিক খেলতে গিয়ে ব্যাটের ওপর দিক লেগে বল তুলে দেন স্লিপে। ক্যাচটা সহজ ছিল ক্রেইগ আরভিনের জন্য। উইকেটে সেট হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু চা-বিরতির ঠিক আগে ফেরত যেতে হলো।

সব মিলিয়ে যে ২০ টা বল ক্রিজে থাকলেন, প্রতিটা মুহূর্ত চাপে থাকলেন, একটা মুহূর্তের জন্যও উইকেটে সেটেল হতে পারলেন না, হাত খুলে খেলা তো দূরের কথা। কখনও কখনও প্রবল অনুশীলন, প্রবল চেষ্টাও বিপদ বাড়াতে পারে। মুশফিক সেই প্রবল চেষ্টাটাই করে যাচ্ছেন। আর তাতেই বিপদ বাড়ছে। বরং মুশফিক, তুমি রিয়েলিটি মাইনে নাও!

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link