অপ্রত্যাশিত দরে আইপিএল নিলামে বিকিকিনি

পুরো নিলাম জুড়ে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি বাড়তি আগ্রহ ছিল ফ্রাঞ্চাইজিগুলোর, এছাড়া বৈশ্বিক টুর্নামেন্টের সেরা পারফরমারও পেয়েছেন মূল্যায়ন। 

মাত্র মাসখানেক আগেই শেষ হয়েছে ক্রিকেটাঙ্গনের সবচেয়ে বড় উৎসব ওয়ানডে বিশ্বকাপ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে তাই বিশ্বকাপের স্পষ্ট প্রভাব পড়েছে। পুরো নিলাম অনুষ্ঠান জুড়ে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি বাড়তি আগ্রহ ছিল ফ্রাঞ্চাইজিগুলোর, এছাড়া বৈশ্বিক টুর্নামেন্টের সেরা পারফরমারও পেয়েছেন মূল্যায়ন।

এই যেমন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স, তাঁকে নিয়ে মাতামাতি হবে সেটা নিশ্চিত ছিল সবাই। কিন্তু এতটা হবে সেটা নিশ্চয়ই ভাবনায় আসেনি; বিশ কোটি রুপি ছাড়িয়ে গিয়েছিল তাঁর মূল্যমান। শেষমেশ ব্যাঙ্গালুরুর সঙ্গে দর কষাকষিতে জিতে এই পেসারকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ; ততক্ষণে দাম গিয়ে দাঁড়িয়েছিল ২০ কোটি ৫০ লক্ষ রুপিতে।

আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটারের কীর্তি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি কামিন্স। তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক মিনিট ত্রিশ পরেই গড়েছেন নতুন রেকর্ড, কলকাতা নাইট রাইডার্স ২৪ কোটি ৭৫ লক্ষ রুপি খরচ করেছে এই বাঁ-হাতির জন্য। আবার বিশ্বকাপে ভারতের বিপক্ষে দুই ম্যাচে দুই সেঞ্চুরি করা ড্যারেল মিশেলকে নিয়েও হয়েছে কাড়াকাড়ি, ১ কোটি ভিত্তিমূল্যের এই অলরাউন্ডার শেষপর্যন্ত বিক্রি হয়েছিলেন ১৪ কোটিতে।

শুধু বিদেশী নয়, বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারও অপ্রত্যাশিত অর্থ পেয়েছেন নিলামে। তাঁদেরই একজন হার্শাল প্যাটেল, অভিষেক মৌসুমে টুর্নামেন্ট সেরা বোলার হলেও পরবর্তীতে ছন্দ হারিয়ে ফেলেছেন তিনি। তবু তাঁকে ঘিরে আকর্ষণ কমেনি, দুই কোটি রুপি বেস প্রাইস থাকলেও তাঁর জন্য পাঞ্জাবকে খরচ করতে হয়েছে ১১ কোটি ৭৫ লক্ষ রুপি।

প্রতিবারের ন্যায় এবারও একাধিক উদীয়মান তারকা ঝড় তুলেছেন টেবিলে। তাঁরা হলেন সামীর রিজভী আর কুমার কুশাগ্রা। দুজনের নিলামই শুরু হয়েছিল ২০ লক্ষ রুপি থেকে, আর বিডিং শেষে তাঁরা পেয়েছেন যথাক্রমে ৮.৪০ এবং ৭.২০ কোটি। অবশ্য পাবেন না-ই বা কেন, দুজনেই তো ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়েছেন।

উত্তর প্রদেশ লিগ, মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন রিজভী। ধারাবাহিক পারফরম্যান্সের দরুণ তাঁর ডাক নাম হয়ে গিয়েছে ডানহাতি রায়না, সেজন্যই হয়তো এই তরুণের প্রতি দুর্বলতা ছিল চেন্নাইয়ের। অন্যদিকে পাওয়ার হিটিং সামর্থ্য দেখিয়ে এতদূর এসেছেন কুমার, এই উইকেটকিপারকে হয়তো ঋষাভ পান্তের উত্তরসূরী ভাবছে দিল্লি।

২৯ বছর বয়সী আরেক ভারতীয় ক্রিকেটার শুভাম দুবেও পেয়েছেন মোটা অংকের অর্থ। প্রথমবারের মত লাইমলাইটে এসেছেন সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা দুবে, টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৪৫। সেজন্যই ৫.৮ কোটি রুপি দিয়ে তাঁকে নিয়েছে রাজস্থান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...