তারুণ্যের দীপ্তিতে সিলেটের সহজ জয়

ঢাকা, চট্টগ্রাম ঘুরে এবার সিলেটের মাটি। সিলেট স্ট্রাইকার্সের জয়যাত্রা চলছে সব খানেই। নিজেদের মাটিতে এবার তারা খুলনা টাইগার্সকে হারিয়েছে ৩১ রানে । 

ঢাকা, চট্টগ্রাম ঘুরে এবার সিলেটের মাটি। সিলেট স্ট্রাইকার্সের জয়যাত্রা চলছে সব খানেই। নিজেদের মাটিতে এবার তাঁরা খুলনা টাইগার্সকে হারিয়েছে ৩১ রানে ।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স। সিলেটের হয়ে এ দিন ওপেনিংয়ে তেমন সুবিধা করতে পারেননি আগের ম্যাচের নায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শান্ত ফিরে যাওয়ার পর ভয়ংকর হয়ে ওঠেন তৌহিদ হৃদয় ও জাকির হোসেন। শুরু থেকেই খুলনার বোলারদের উপর চড়াও হতে শুরু করেন এ দুই ব্যাটার। দুজনে মিলে গড়েন ১১৪ রানের জুটি।

তৌহিদ হৃদয় খেলেন ৪৯ বলে ৭৪ রানের একটি ইনিংস। মারমুখী ভঙ্গিতে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন জাকির হোসেনও। তবে ফিফটি পূরণ করার পর আর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি জাকির। নাহিদুলের বলে বোল্ড হয়ে ৫৩ রানে ফেরেন তিনি। তবে ততক্ষণে বড় পুঁজির দিকে এগিয়ে গিয়েছে সিলেট স্ট্রাইকার্স। শেষ মুহূর্তে রায়ার্ন বার্লের ঝড়ো ২১ আর থিসারা ১৭ রানের ইনিংসে ১৯২ রানের বড় সংগ্রহ পায় সিলেট স্ট্রাইকার্স।

১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা টাইগার্স। ২০ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে খুলনা। টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে তামিম ইকবালের ব্যাটও এ দিন হাসেনি। ১০ বলে ১২ রান করে রুবেলের বলে থিসারা পেরেরার কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

এরপর আর উঠে দাঁড়াতে পারেনি খুলনার ব্যাটাররা। শাই হোপ থেকে শুরু করে জয়, আজম খান- কেউই আশা জাগানিয়া ইনিংস খেলতে পারেননি। সবাই নিজের ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। আর তাতে সিলেটের দেওয়া বড় লক্ষ্য আর পাড়ি দেওয়া হয়নি খুলনা টাইগার্সের। নির্ধারিত ২০ ওভারে লক্ষ্য থেকে ৩১ রান দূরে শেষ হয় খুলনার ইনিংস। সিলেটের হয়ে ফেরার ম্যাচে রুবেল হোসেন একাই নিয়েছেন ৪ উইকেট।

৩১ রানের এ হারে শেষ চারে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেল খুলনা টাইগার্সের। আর ১০ ম্যাচের ৮ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ারে এক পা দিয়ে রাখলো সিলেট স্ট্রাইকার্স। সিলেটে জয়রথ যেন থামার নাম নিচ্ছে না। এবারের টুর্নামেন্টে নিজেদের সেরা সাফল্যটুকু যেন বাগিয়ে নিতে চায় স্ট্রাইকার্সরা। পূর্বের সকল গ্লানি মুছে যেন নব উদ্দ্যমে নিজেদের ডানা মেলে উড়তে চায় সিলেট, তরুণদের উপর ভর করে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...