এই ঔদ্ধত্যটাই বিরাট কোহলির অলংকার

এই অর্জন তো সামান্য, বিরাট কোহলির লক্ষ্য আসলে আরেকটি বিশ্বকাপ।

ঔদ্ধত্য কাকে বলে, সেটা বিরাট কোহলির চেয়ে ভাল আর কেউ জানেই না। বিরাট কোহলি সেটার নিত্য নতুন সংজ্ঞায়ন করেন। অফ স্টাম্পের সামান্য শর্ট লেন্থে বল আসতেই তিনি এগিয়ে এলেন, দারুণ এক শট, ডিপ মিড উইকেটে ছুটে গেল বল।

ছক্কা! বিরাট কোহলি তাকালেনও না। বাকিরা তাকিয়ে দেখলেন। বোলার করবিন বশ, উইকেটরক্ষ কুইন্টন ডি ককের আর কিই বা করার আছে। তাঁরাও জানেন বিরাট রাজের আপন রাজত্বে তাঁদের আর কিছুই করার নেই।

পুরো সিরিজ জুড়েই দারুণ ফর্মে ছিলেন। শেষ ওয়ানডেতে যখন খেলতে নামলেন, তখন সামনে বড় কোনো চ্যালেঞ্জ ছিল না। উদ্বোধনী জুটি থেকে চলে এসেছে ১৫৫ রান।

কিন্ত, বিরাট কোহলির চ্যালেঞ্জ তো নিজের সাথেই। সেখান থেকে তিনি গর্জে উঠলেন আরও একবার। মাত্র ৪৫ বলের ছোট্ট একটা ইনিংস। সেখানেই রান করলেন ৬৫। রীতিমত প্রতিপক্ষের বোলারদের শাসন করলেন।

বিরাট কোহলির নামই চেজ মাস্টার। এই কাজ তাঁর চেয়ে ভাল কেউ-ই কোনো ফরম্যাটে করতে পারেন না। আর যখন যেই পরিস্থিতিতেই তিনি মাঠে নামুন না কেন, নিজের চরিত্র বদলান না, আগ্রাসন কমান না। তিনি কেবল রানই করেন না, দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।

আরও একবার বলে উঠলেন, বয়স যাই হোক – তাঁর নামের পাশে ফুলস্টপ বসিয়ে দেওয়ার সময় হয়নি এখনও। তিন ম্যাচেই বড় ইনিংস দিয়ে তিনি সিরিজ সেরার পুরস্কারও বাগিয়ে নিলেন। এই অর্জন তো সামান্য, বিরাট কোহলির লক্ষ্য আসলে আরেকটি বিশ্বকাপ।

Share via
Copy link