টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে পাকিস্তানের ভরাডুবি এখন দৃশ্যমান। এর কারণ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে উঠে আসছে বিভিন্ন অভিযোগ। তবে পক্ষপাতিত্বের অভিযোগের তীর ওয়াহাব রিয়াজের দিকেই ছুড়লেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্রে শেবাগ।
যতই দিন যাচ্ছে পাকিস্তান ক্রিকেটের পক্ষপাতিত্বের বিষয়টি যেন স্পষ্ট হয়ে উঠছে। আর বীরেন্দ্র শেবাগ যেন সেই বিষয়টিকে আরো স্পষ্ট করে দিলেন। বিশ্বকাপের আগে মোহাম্মদ আমিরের অবসর থেকে ফিরে আসা ওয়াহাব রিয়াজের কারণেই সম্ভব হয়েছে বলে মনে করেন শেবাগ।
এই বিষয়ে তিনি বলেন, ‘মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ একসময় পাকিস্তানের সমালোচনা করেছেন। তবে তাঁরা উভয়েই এখন পাকিস্তানের দলের অংশ। তাঁরা এখন কি করছে?’
দলের নির্বাচনের বিষয়ে শেবাগ আরো যোগ করে বলেন, ‘ওয়াহাব রিয়াজের কাছে পরিস্থিতি এমন দাড়িয়েছে যে, আমির আমার সাথে খেলেছিল, তাই আমিরকে দলে জায়গা দেয়া যাক। অনেকটা আজিত আগারকার (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার নির্বাচক) যদি এমনটা বলে, ‘আসো ভীরু (বীরেন্দ্র শেবাগ), আসো জ্যাক ( জহির খান) আমি তোমাদের দলে ভেড়াবো।’
শেবাগ পিসিবির নির্বাচককে পক্ষপাতিত্ব থেকে সরে আসার আহ্বান করেন এবং দলের ভবিষ্যতের কথা চিন্তা করতে বলেন। তাছাড়া কঠিন তবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আহ্বান করেন সাবেক এই ভারতীয় ব্যাটার।
ওয়াহাব রিয়াজকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি একটি দলের নির্বাচক হয়েছেন। আপনাকে অবশ্যই দলের ভবিষ্যত নিয়ে ভাবতে হবে। দায়িত্বের সঠিক ব্যবহার করুন, পক্ষপাতিত্ব নয়। নির্বাচিক হিসেবে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে।’
পাকিস্তানের ব্যর্থতার জন্য নির্বাচকের পাশাপাশি তিনি দলের অধিনায়ক বাবর আজমকেও দায়ী করেন। তাছাড়া খেলোয়াড়দের ফিটনেসহীনতা এড়িয়ে যাওয়ার মত নয়। সব মিলিয়ে পাকিস্তান ক্রিকেট এক গ্যাড়াকলে ফেসে গিয়েছে। যার সমাধান করা অতি জরুরী হয়ে উঠেছে।