থারাঙ্গার সাথে পারলেন না পাইলট-নাজিমউদ্দিনরা

আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন; আজ সেখান থেকেই যেন শুরু করলেন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা। পার্থক্য হলো আগের ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন; আর আজ দলকে জয়ের ভিত গড়ে দিয়ে মাঠ ছেড়েছেন। তবে দারুণ এক ইনিংস খেলার পরেও সেঞ্চুরি মিসের হতাশায় পড়তে হয়েছে থারাঙ্গাকে।

থারাঙ্গার অপরাজিত ৯৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশ লিজেন্ডসকে ৪২ রানে হারিয়ে রোড সেফটি ওয়াল্ড সিরিজের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে শ্রীলঙ্কা লিজেন্ডস। আর টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের কিংবদন্তিরা।

বলা যায় সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া থারাঙ্গা একাই হারিয়েছেন বাংলাদেশকে। নাজিমউদ্দিন, মেহরাব হোসেন অপি আর খালেদ মাসুদ পাইলটরা চেষ্টা করেছেন বাটে – তবে সেটা যথেষ্ট হয়নি।

জয়ের জন্য বাংলাদেশ লিজেন্ডসের প্রয়োজন ছিলো ১৮১ রান। বড় রান তাড়া করতে নেমে যেমন শুরুর প্রয়োজন সেটাই পেয়েছিলো বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই দুই ওপেনার মেহরাব হোসেন অপি ও নাজিমউদ্দিন যোগ করেন ৫৭। কিন্তু মেহেরাব হোসেন অপি ২৭ রান করে বিদায় নেওয়ার পরই পথ হারায় বাংলাদেশের ইনিংস।

এরপর দ্রুত ফিরে যান হান্নান সরকার (২), মোহাম্মদ রফিক (৪) ও মুশফিকুর রহমান (৫)। ৮৫ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ নাজিমউদ্দিনের ব্যাটে লড়াই করলেও জয়ের জন্য যথেষ্ঠ ছিলো না তা। টুর্নামেন্টের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নাজিমউদ্দিন ৪১ বলে ৫৪ রান করে বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

শেষের দিকে খালেদ মাসুদ পাইলট ২২ বলে ২৮ রানের ইনিংস খেললেও সেটা হারের ব্যাবধানই শুধু কমিয়েছে। শ্রীলঙ্কা লিজেন্ডসের পক্ষে তিলকারন্তে দিলশান তিনটি এবং ধাম্মিকা প্রসাদ দু’টি উইকেট শিকার করেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে মোটামুটি ভালো শুরু এনে দেন তিলকারত্নে দিলশান। উদ্বোধনী জুটিতে জয়াসরিয়াকে সাথে নিয়ে ৩৭ রান সংগ্রহ করেন এই ওপেনার; যার ৩৩ রানই আসে দিলশানের ব্যাট থেকে। রাজিন সালেহ’র বলে দিলশান ফিরে যাওয়ার পরই চোট পেয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার সনাথ জয়াসুরিয়া।

দুই ওপেনারের বিদায়ের পরই দৃশ্যপটে আসেন উপুল থারাঙ্গা। তৃতীয় উইকেটে চামারা সিলভাকে নিয়ে ৫৯ রানের জুটি গড়ার পর চতুর্থ উইকেটে পারভিজ মাহরুফকে নিয়ে যোগ করেন ৩৩ রান। সিলভা ২৪ ও মাহরুফ ১২ রান করে আউট হয়ে গেলেও ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে থেকে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান থারাঙ্গা।

থারাঙ্গার ৪৭ বলে অপরাজিত ৯৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা লিজেন্ডস। বাংলাদেশ লিজেন্ডসের পক্ষে মোহাম্মদ শরীফ, মোহাম্মদ রফিক ও রাজিন সালেহ একটি করে উইকেট শিকার করেন।

  • সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা লিজেন্ডস: ১৮০/৬ (ওভার:২০; দিলশান- ৩৩, থারাঙ্গা- ৯৯, সিলভা- ২৪) (রফিক- ১/২৪, রাজিন- ১/৪৮, শরীফ- ১/৩০)।

বাংলাদেশ লিজেন্ডস: ১৩৮/৬ (ওভার:২০; নাজিমউদ্দিন- ৫৪, মেহরাব- ২৭, মাসুদ- ২৮*) (দিলশান- ৩/২১, প্রসাদ- ২/২২)।

ফলাফল: শ্রীলঙ্কা লিজেন্ডস ৪২ রানে জয়ী।

ম্যাচ সেরা: উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link