বুড়িয়ে যাওয়া আইপিএল!

টি-টোয়েন্টিকে বলা হয় তরুণদের খেলা। কিন্তু তা বলা হলেও টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টেও আছে বেশ কিছু অভিজ্ঞ প্রবীণ খেলোয়াড়। তাঁদের দেখা যাবে আইপিএলেও। কারা তাঁরা?

দুয়ারে কড়া নাড়ছে আইপিএল। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচাইতে বড় এই আসর মাঠে নামতে প্রায় সব আয়োজন প্রস্তুত। তরুণ থেকে অভিজ্ঞ, পোড় খাওয়া ক্রিকেটার থেকে এই মঞ্চে একেবারেই নতুন- সব বয়সের ক্রিকেটার মিলেই এই এই টুর্নামেন্ট রাঙানোর জন্যে প্রস্তুত। তা যা হোক, টি-টোয়েন্টিকে বলা হয় তরুণদের খেলা। কিন্তু তা বলা হলেও টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টেও আছে বেশ কিছু অভিজ্ঞ প্রবীণ খেলোয়াড়। তাঁদের দেখা যাবে আইপিএলেও। কারা তাঁরা?

  • মহেন্দ্র সিং ধোনি (ভারত)

বয়স হয়ে গেছে ৩৯, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়ে নিয়েছেন। আইপিএলেও মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ২০৪ ম্যাচ। ২০০৮ থেকে আইপিএল শুরু করা মহেন্দ্র সিং ধোনি শুরুর থেকেই চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ।

মাঝে অন্য ফ্রাঞ্চাইজির হয়ে খেললেও টুর্নামেন্টে চেন্নাই থাকলে ধোনি অন্য কোন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন, এমনটা হতেই পারেনা। যা হোক, এই টুর্নামেন্টের সব আসর মিলিয়ে মহেন্দ্র সিং ধোনি ২৩ হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৬৩২ রান।

  • হরভজন সিং (ভারত)

হরভজন সিং আইপিএলের এই আসরে দল পাবেন এমনটা মনে হয় ঘুণাক্ষরেও ভাবেননি। তবুও ২ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

হরভজন সিংয়ের আইপিএল শুরু সেই ২০০৮ থেকেই, মাঝে ২০২০ এর আসর বাদে আর সব আসরেই তিনি মাঠে নেমেছেন, অদ্ভুত অ্যাকশনে ব্যাটসম্যানদের ঘোল খাইয়েছেন। এখন অবধি আইপিএলে দেড়শো উইকেট পাওয়া হরভজন সিং  যখন এবারের আসরে মাঠে নামবেন, তখন তাঁর বয়স হবে চল্লিশ বছর!

  • ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

দ্যা ইউনিভার্স বস- ক্রিস্টোফার হেনরি গেইল। টি-টোয়েন্টি ফরম্যাটের সবচাইতে বড় নাম এই ক্যারিবিয়ান হিটম্যান আইপিএলে আছেন ২০০৯ সাল থেকেই। কলকাতা নাইট রাইডার্স- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ঘুরে গেইলের এখনকার ঠিকানা পাঞ্জাব কিংস।

এখন অবধি ক্রিস গেইল আইপিএলে সব মিলিয়ে করেছেন ৪৭৭২ রান, বয়সও হয়ে গেছে ৪১ বছর। ৩১ হাফ-সেঞ্চুরি আর ৬ সেঞ্চুরি করার পরও এই টুর্নামেন্ট থেকে এই বয়সেও সরে দাঁড়ানোর কোন  নাম নেই তাঁর।

  • ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকান এই স্পিন যাদুকরের বর্তমান বয়স ৪১ বছর। এই কয়েক মৌসুম আগে , ২০১৯ এর আসরে পার্পল ক্যাপ পাওয়া এই ক্রিকেটার আছেন এই আসরেও।

ভারতের পিচ বেশিরভাগ সময়ই স্পিনসহায়ক, এবারও তাই চেন্নাই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই স্পিন মায়েস্ত্রো। ২০১৪ সাল থেকে শুরু করে এখন অব্দি ইমরান তাহির আইপিএলে খেলেছেন ৫৮ ম্যাচ, এই ৫৮ ম্যাচে তাহিরের ঝুলিতে আছে ৮০ উইকেট!

  • কেদার যাদব (ভারত)

৩৬ বছর বয়সী কেদার যাদবকে এবার দুই কোটি রুপিতে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। গুঞ্জন ছিল, চেন্নাই থেকে ছাঁটাই হওয়া এই অলরাউন্ডার হয়তো এবার আর দল পাবেন না, কিন্তু তাঁর দিকে হাত বাড়িয়ে দিয়েছে কমলা শিবিরেরা। ২০১০ সাল থেকে এখন অব্দি আইপিএলে কেদার যাদব মাঠে নেমেছেন ৮৭ ম্যাচ, এই ৮৭ ম্যাচে কেদারের রান ১১৪১।

শুরুতেই বলেছি, মনে করা হয় টি-টোয়েন্টি নাকি তরুণদের খেলা। কিন্তু ধোনি, গেইলের এখনও খেলে যাওয়া, পারফর্ম করা প্রমাণ করে যে টি-টোয়েন্টি শুধুই পারফর্মারদের খেলা!

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...