ক্রিকেটের ‘দুর্গন্ধ’ রাবাদা!

ক্ষমা চেয়েও যেন রক্ষা হচ্ছে নাহ রাবাদার। এবার সুযোগ পেয়েই রাবাদাকে কটূক্তি করলেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন।

মাদক ও ক্রিকেটের নেই কোন সম্পৃক্ততা। তবুও ক্রিকেট বিশ্বে মাদক গ্রহণের অপরাধে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের তালিকা করলে, তা নিঃসন্দেহে লম্বা হওয়ার কথা। এবার সে তালিকায় নাম তুললেন দক্ষিণ আফ্রিকার তারকা বোলার কাগিসো রাবাদা।

গত মাসে আইপিএলের শুরুর দিকে ব্যাক্তিগত কারণ দেখিয়ে আচমকা নিজ দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা। গত শনিবার এক বিবৃতিতে রাবাদা নিজেই জানিয়েছেন আসল তথ্য। ব্যাক্তিগত কারণ নয় মাদক গ্রহণের অভিযোগ প্রমাণ হওয়াতেই আইপিএল ছেড়েছেন তিনি।

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে রাবাদা বলেন, ‘এপ্রিলের শুরু তে আমি ব্যাক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়েছিলাম,আসলে বিষয়টি এমন নয়, মাদক গ্রহণের অপরাধে আমি সাময়িক নিষিদ্ধ হয়েছি, আমার জন্য যাদের মাথা নত হয়েছে তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি খুব শীঘ্রই মাঠে ফিরবো।’

তবে ক্ষমা চেয়েও যেন রক্ষা হচ্ছে নাহ রাবাদার। এবার সুযোগ পেয়েই রাবাদাকে কটূক্তি করলেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন।

রাবাদা কে উদ্দেশ্য করে পেইন বলেন, ‘রাবাদা জানতো যে সে মাদক গ্রহণের জন্য নিষিদ্ধ হবে তবুও সে এটাকে ব্যাক্তিগত কারণ বলেছে, যেটা সম্পূর্ণ অন্যায়। ক্রিকেটের সাথে বেইমানি কোনো ব্যাক্তিগত ই্যসু নয়,ও ক্রিকেটের দুর্গন্ধ।’

নিষেধাজ্ঞারত অবস্থাতেও গুজরাটের হয়ে আইপিএল খেলতে আবারে ভারতে এসেছেন রাবাদা। এদিকে রাবাদাকে নিয়ে এখনও কোনে সিদ্ধান্ত জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেট সাউথ আফ্রিকা ও তাদের মাদক ও দুর্নীতি দমন ইউনিটের যথাযথ সহযোগিতা না পাওয়ায় এমন সমস্যা সৃষ্টি হয়েছে বলে ভাবছে অনেকেই।

আগামী জুনে ইংল্যান্ডের লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলার কথা রয়েছে রাবাদার, যা নির্ভর করছে পুরোপুরি আইসিসির হাতে।

Share via
Copy link