হ্যাটট্রিক, নয় উইকেট: তন্ময় বাংলাদেশ

দারুণ একটা ঘটনা ঘটে গেলো আজ। রেকর্ডও বলা যায়। বাংলাদেশ ক্রিড়াশিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে আজ দ্বিতীয় বিভাগ ম্যাচ চলছিলো। পঞ্চাশ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ পুলিশ ক্রিকেট দল ও ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাব। সেই ম্যাচে এক অখ্যাত স্পিন বোলার করে বসলেন এমন এক কীর্তি যা কিনা পুরো ক্রিকেটের ইতিহসের বেশ বিরল।

দারুণ একটা ঘটনা ঘটে গেলো আজ। রেকর্ডও বলা যায়। বাংলাদেশ ক্রিড়াশিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে আজ দ্বিতীয় বিভাগ ম্যাচ চলছিলো। পঞ্চাশ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ পুলিশ ক্রিকেট দল ও ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাব। সেই ম্যাচে এক অখ্যাত স্পিন বোলার করে বসলেন এমন এক কীর্তি যা কিনা পুরো ক্রিকেটের ইতিহসের বেশ বিরল।

প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ পুলিশ ক্রিকেট দল তাঁদের বোর্ডে কেবলমাত্র ৪৪ রান তুলতে পেরেছিলো। এত কম রানে তাঁদেরকে আটকে দেওয়ার মূল কারিগর ওয়ান্ডারার্স ক্লাবের বা-হাতি স্পিন বোলার তন্ময় আহমেদ। একা হাতেই তিনি গুড়িয়ে দিয়েছেন পুলিশ দলের ব্যাটিং লাইন আপ।

এদিন তন্ময় আহমেদের উপর হয়ত ভর করেছিলো কোন ঐশ্বরিক শক্তি। যার বদৌলতে তিনি প্রথমে করে বসেন হ্যাট্রিক। ব্যাস এখানেই হয়ত গল্পের ইতি হয়ে যেতে পারতো। হ্যাট্রিক তো আর অনন্য কোন বিষয় নয়। কালেভদ্রেই দেখা যায় হ্যাট্রিকের। এ আর নতুন কি? না ঠিক এই জায়গায় তন্ময় আজ থেমে যেতে চাননি। তিনি নিজেকে অনন্য এক রেকর্ডের মালিক করতেই যেন এদিন নেমেছিলেন মাঠে।

তাই করলেন তরুণ এই ক্রিকেটার। পুলিশ দলের নয়টি উইকেট একাই নিজের পকেটে পুরেছেন তন্ময় আহমেদ। একটাবার চিন্তা করে দেখুন, কি বিধ্বংসী বোলিং করেছিলো তন্ময় বিকেএসপির সেই বাইশ গজে! ঐশ্বরিক কোন শক্তিই হয়ত তাঁকে এদিন রুদ্রমূর্তি ধারণ করতে সাহয্য করেছিলো। নতুবা এক ম্যাচে নয় নয়টি উইকেট নেওয়ার পাশাপাশি হ্যাট্রিক, এঅ কি সম্ভব?

যারা হয়ত সামনে থেকে দেখেছিলেন তাঁরা হয়ত বিশ্বাস করবেন। যারা দেখেননি তারা হয়ত কখনোই বিশ্বাস করতে চাইবেন না। তবে এ ঘটনা ষোল আনাই সত্যি। এদিন তন্ময় বল করেছিলেন কেবলমাত্র ৭.৩ ওভার। এ সময়ে তিনি রান দিয়েছেন ১৮। পুলিশ ক্রিকেট দল অবশ্য খেলতে পেরেছিলো মোটে ২০.৩ ওভার। তাঁদের কাছে তন্ময় আহমেদ নামক প্রশ্নের যেন কোন উত্তরই ছিলো না।

সে প্রমাণ তো  তাঁর উইকেট শিকারের সংখ্যা দেখলেই বোঝা যায়। নয় উইকেট নেওয়া ছাড়াও সাত ওভারের মাঝে তিন ওভার ছিলো মেডেন। স্বপ্নের মতো এক দিন পার করলেন তন্ময় আহমেদ আজ। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য তিনি এই বোলিং ফিগারের প্রদর্শন করতে পারলে হয়ে যেতো বিশ্বরেকর্ড। কেননা আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে নয় উইকেট নেওয়ার উদাহরণ নেই।

শ্রীলঙ্কান কিংবদন্তি বোলার চামিন্দা ভাস একবার নিয়েছিলেন আট উইকেট। ২০০১ সালে কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি গড়েছিলেন সেই কীর্তি। চামিন্দা ভাস ১৯ রান খরচ করেছিলেন আট ওভার থেকে। এর মধ্যে তন্ময়ের সমান তিনটি মেডেন ওভার করেছিলেন সেই কিংবদন্তি বোলার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...