ভারতের সর্বকালের সেরা

ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল হলো ভারত। সেই ১৯৩২ সাল থেকে ক্রিকেটের আঙ্গিনায় পদার্পণ করেছে ভারতীয় ক্রিকেট দল। সেই থেকে ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। ১৯৩২ সাল থেকে বর্তমান সময় ২০২২ সাল পর্যন্ত ভারতেই জন্ম হয়েছে বহু ক্রিকেট কিংবদন্তির।

যাদের কথা বলছি, তাঁরা নিজেদের ক্রিকেটগুণে মুগ্ধ করেছে সারা দুনিয়াকে। তাদের ক্যারিয়ারের অসাধারণ পারফরম্যান্স করেছেন এবং বিশ্ব ক্রিকেটে দারুণ ক্রিকেটার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন। এক কথায় যাদের এক নামেই বিশ্বের যে কোনো ক্রিকেট প্রেমী চিনতে পারবেন। সর্বকালের সেরা দশ ভারতীয় ক্রিকেটারের সাথে পরিচিত হয়ে নেয়া যাক এবার।

  • কপিল দেব

কপিল হলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরাদের সেরা মানা হয় কপিল দেবকে। তিনি হলেন বিশ্বকাপ শিরোপাজয়ী ভারতীয় প্রথম অধিনায়ক। ১৯৯৪ সালে তিনি ক্রিকেটকে বিদায় জানান। এই কিংবদন্তির নামের পাশে বেশ কয়েকটি রেকর্ড রয়েছে।

কপিল দেব ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ার মিলে প্রায় ৭০০ উইকেট শিকার করেছেন। এবং বলা হয় ক্রিকেটের ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি এতগুলো উইকেট পেয়েছেন। টেস্টে তাঁর রান সংখ্যা ৫ হাজারের বেশি। ভাল, তিনি ২০১০ সালে আইসিসির ক্রিকেট হল অফ ফেমে জায়গা পেয়েছেন।

  • সুনীল গাভাস্কার

কপিল দেবের পরেই ভারতীয়রা সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কারকে দ্বিতীয় সেরা ক্রিকেটার মেনে থাকেন। তিনি ভারতীয় ইতিহাসে সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন। শচীন টেন্ডুলকার এসে পরে ২০০৫ সালে প্রায় দুই দশক ধরে দখলে থাকা সুনীল গাভাস্কারের ৩৪ টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন।

তিনি একজন দুর্দান্ত উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন এবং ফাস্ট বোলারদের বিরুদ্ধে তার কৌশলের জন্য ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন। তাঁকে পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। সুনীল গাভাস্কার প্রথম ব্যাটসম্যান যিনি তার ক্যারিয়ারে দশ হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁয়েছিলেন।

  • অনিল কুম্বলে

সাবেক ক্রিকেটার অনিল কুম্বলের ক্যারিয়ার ছিল ১৮ বছরের। তিনি ৬১৯ উইকেটের রেকর্ড সহ একজন অসাধারণ ডান-হাতি লেগ স্পিনার ছিলেন। দুই সুপার বোলার মুত্তিয়া মুরালিধরন এবং শেন ওয়ার্নের পরে সর্বকালের টেস্ট ম্যাচে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারিদের একজন তিনি।

শুধু টেস্ট ম্যাচেই নয় কুম্বলে ওয়ানডেতেও সর্বোচ্চ উইকেট শিকারিদের একজন। ১৯৯৩ সালে তিনি বর্ষসেরা ক্রিকেটার এবং ১৯৯৬ সালে উইজডেন ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হন। ২০০৫ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদবী পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন কুম্বলে।

  • সৌরভ গাঙ্গুলি 

সাবেক এই ভারতীয় ক্রিকেটার সারা ভারতবর্ষে দাদা নামে পরিচিত। শচীন টেন্ডুলকার এবং ইনজামাম উল হকের পর, সৌরভ গাঙ্গুলি ইতিহাসের তৃতীয় ব্যাটার যিনি ১০০০০ রানের মাইলফলক অতিক্রম করেছিলেন।

উইকেটের কভার এবং স্কোয়ারে দুর্দান্ত স্ট্রোক খেলার জন্য তিনি ‘গড অফ দ্য অফ সাইড’ ডাকনাম অর্জন করেছিলেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টেকনিক্যাল কমিটির সদস্যও ছিলেন।

  • রাহুল দ্রাবিড় 

রাহুল দ্রাবিড় একজন ভারতীয় ক্রিকেটার। একদিনের আন্তর্জাতিক ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি তিনশো বা তার বেশি রানের দুটি পার্টনারশিপের সাক্ষী। রাহুল দ্রাবিড় ডাকবিহীন টানা ওডিআই ইনিংস খেলার রেকর্ড গড়েছেন।

টেস্টে ক্রিজে সবচেয়ে বেশি সময় কাটানো ভারতীয় ক্রিকেটার তিনি। তাছাড়া সবচেয়ে বেশি বয়সী ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডও রয়েছে দ্রাবিড়ের। সব মিলিয়ে যদি আমরা ভারতের সেরা ক্রিকেট খেলোয়াড়দের একটি তালিকা তৈরি করি, আমরা রাহুল দ্রাবিড়কে বাদ দিতে পারব না। কারণ তিনি নিঃসন্দেহে সর্বকালের সেরাদের একজন।

  • শচীন টেন্ডুলকার 

ভারতীয় প্রাক্তন ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার একজন ডান-হাতি ব্যাটার। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটারদের একজন এবং ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী ক্রিকেটার। তিনি একমাত্র ক্রিকেটার যিনি একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট মিলিয়ে শততম শতকের রেকর্ডধারী।

তিনি সব ফরম্যাট মিলিয়ে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে মোট ৫০,০০০ রানের মালিক।পাশাপাশি টেস্ট ক্রিকেটে ১০০০ রান ছুঁয়ে যাওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটারও তিনি। তিনি এমন একজন ক্রিকেটার যিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় ক্রিকেট দলকে নতুনভাবে পরিচিতি দিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয় ক্রিকেট খেলোয়াড়দের একজন হিসেবে স্বীকৃত।

  • বীরেন্দ্র শেবাগ

সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগ হলেন ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাটারদের একজন। তিনি  আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দ্রুততম ৩০০ রান এবং ২৫০ রানের রেকর্ডধারী ব্যাটার।

বীরেন্দ্র শেবাগ ২০১৫ সালে জন্মদিনের দিন অবসরের ঘোষণা দেন। বীরু এমন কয়েকজন ক্রিকেটারদের একজন যারা এখনও ভারত জুড়ে অনুকরণীয় ও প্রশংসিত।

  • মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি হলেন অন্যতম সেরা ভারতীয় ক্রিকেট খেলোয়াড় এবং সফল একজন অধিনায়ক। তিনটি আন্তর্জাতিক ফরম্যাটেই এই অধিনায়কের নেতৃত্বে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড রয়েছে। ৩১৮ ম্যাচে ১০৭ টি স্টাম্পিং করে ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ডটি তাঁর।

মহেন্দ্র সিং ধোনি একজন ডান-হাতি ব্যাটসম্যান এবং একজন দারুণ প্রতিভাবান উইকেটরক্ষক। তিনি ২০০৮ এবং ২০০৯ সালে পরপর দুবার আইসিসি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। একটি ধারাবাহিক সফল ক্রিকেট ক্যারিয়ারের জন্য ও ২০১১ সালে একটি বিশ্বকাপ শিরোপা অর্জনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সেরাদের একজন হয়ে থাকবেন।

  • বিরাট কোহলি 

বর্তমান সময়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি। তাকে প্রায়ই বিশ্বের সেরা ব্যাটসম্যান বলা হয়। বিরাট কোহলি ছয়টি পৃথক অনুষ্ঠানে দ্বি-পাক্ষিক একদিনের আন্তর্জাতিক সিরিজে ৩০০-এর বেশি রান করেছেন। তিনি রান মেশিন হিসেবেও বিখ্যাত।

ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি টানা চারটি টেস্ট সিরিজে চারটি ডাবল সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সবচেয়ে দ্রুততম সময়ে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট। ক্রিকেটের ওডিআই ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করে তিনি সেরা ব্যাটসম্যানদের একজন হয়ে উঠেছেন।

  • রোহিত শর্মা

রোহিত শর্মা একজন ভারতীয় ক্রিকেটার। তিনি একজন ব্যাটার এবং মাঝেমধ্যে ডান-হাতি অফ ব্রেক বোলার। ২০০৭ সালের ২৩ জুন একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তাঁর। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ২৬৪ রানের রেকর্ড রয়েছে তাঁর।

তিনিই একমাত্র খেলোয়াড় যার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। টি-টোয়েন্টি তে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও রোহিতের দখলে। ইতিহাসে তাকে বিশ্বের সর্বকালের ক্লাসিক ক্রিকেটার হিসেবে অভিহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link