বিশ্বসেরা পাঁচ রান মেশিন

এই মুহুর্তে ক্রিকেটের তিন ফরম্যাট তথা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বসেরা ব্যাটসম্যান কারা তাদের সাথে পরিচিত হওয়া যাক। সময়ের মাপকাঠি ২০২০ হতে বর্তমান অবধি।

তামাম দুনিয়ার অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেটের পরতে পরতে প্রতিযোগিতা। এখানে সবাই চায় পারফরমেন্স দিয়ে সবাইকে ছাড়িয়ে যেতে, বিশ্ব ক্রিকেটে আলাদা করে নিজের নাম করতে।

এই মুহূর্তে ক্রিকেটের তিন ফরম্যাটে তথা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বসেরা ব্যাটসম্যান কারা তাদের সাথে পরিচিত হওয়া যাক। সময়ের মাপকাঠি ২০২০ হতে বর্তমান অবধি। অর্থাৎ তিন ফরম্যাট মিলিয়ে সাম্প্রতিক সময়ে বিশ্বসেরার তালিকায় কারা থাকবে চলুন দেখি।

  • বাবর আজম (পাকিস্তান) 

বাবর আজম হলেন পাকিস্তান দলের ব্যাটিং বাদশাহ। কেবল পাকিস্তান দলের বললে ভুল হবে, তিনি রীতিমতো রাজত্ব করছেন বিশ্বজুড়ে। দলের অধিনায়কত্বের ভারটাও তাঁর কাঁধেই। আটাশ বছর বয়সেই বাবর বনে গিয়েছেন ক্রিকেটের বিস্ময়। ব্যাট হাতে ক্রিকেটের তিন ফরম্যাটেই শাসন করছেন সমানতালে।

২০২০ সাল থেকে এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে মোট রান করেছেন ৪৫৪৬ রান। এত গুলো রান করতে বাবরের লেগেছে মোট ৯৭ টি ইনিংস। এই সময়সীমার মধ্যে বাবর সবার সেরা অবস্থানে আছেন। বাবর আজমে ভর করে বর্তমান পাকিস্তান দলটি যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে।

  • মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)  

বাইশ গজে মোহাম্মদ রিজওয়ান হলেন বাবরের যোগ্য সঙ্গী। দুজনই পাকিস্তানের হয়ে ওপেন করেন। রিজওয়ান হলেন ইস্পাতের মত কঠিন মনোবল সম্পন্ন এক ক্রিকেটার। গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দলের প্রয়োজনে আইসিইউ থেকে উঠে এসে নেমে গিয়েছিলেন বাইশ গজে।

সেই অবস্থায় ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলে ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কেটেছিলেন তিনি। রিজওয়ান দুর্দান্ত এক ব্যাটার। কোনভাবে একবার মাঠে থিতু হতে পারলে দিনটা নিজের করে নেন। ২০২০ থেকে এখন অবধি ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৯৪ ইনিংসে করেছেন ৩৬৫৭ রান নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।

  • জো রুট (ইংল্যান্ড) 

এই তালিকায় তিন নম্বরে থাকবেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। ক্রিকেটের সবগুলো ফরম্যাট মিলিয়ে এখন অবধি জো রুটের সংগ্রহ ৭৬ ইনিংসে ৩৪৯৬ রান। ইংল্যান্ড ক্রিকেট দলের বর্তমান নায়ক তিনি। এক সময়ে টেস্টে ছিলেন বিশ্বসেরা। এই ক্রিকেটার তাঁর ব্যাটিং শৈলী দিয়ে দিনে দিনে নিজেকে নিয়ে যাচ্ছেন কিংবদন্তির কাতারে।

  • লিটন দাস (বাংলাদেশ) 

২০২০ থেকে এখন অবধি ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় বাংলাদেশী ব্যাটসম্যান লিটন দাস রয়েছেন চার নম্বরে! ৮৭ ইনিংস খেলে লিটনের সংগ্রহ ৩১৯৯ রান।

ক্রমেই বাংলাদেশের ক্রিকেটে হয়ে উঠেছিলেন অন্যতম ভরসার নাম। লিটনের খেলা প্রতিটা শটে চোখের শান্তি এবং মনের তৃপ্তি দুইই পাওয়া যায়। ফর্মে থাকা লিটন দাস যেন একজন ব্যাটিং শিল্পী, যিনি ব্যাট দিয়ে বাইশ গজে আঁকিবুঁকিতে মেতে ওঠেন। মাঝে ইনজুরি কাবু না করলে লিটনের ঝুলিতে আরও রান যোগ হত।

  • জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) 

২০২০ সাল হতে বর্তমান সময় পর্যন্ত জনি বেয়ারস্টো মোট খেলেছেন ৮৫ টি ইনিংস। এতে করেছেন ২৯৫৯ রান। এই সময়সীমার মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় পাঁচ নম্বরে আছেন তিনি। ইংল্যান্ড দলের বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যান তিনি।পাশাপাশি উইকেটকিপিং টাও বেশ ভাল করেন এই ক্রিকেটার। সময়ের পরিক্রমায় সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...