ফুটবলে মহাদেশীয় ট্রফির প্রচলন থাকলেও বাইশ গজের ক্রিকেটে এই ধারা প্রবাহটা শুধু ধরে রেখেছে এশিয়া কাপ। এশিয়ার দেশগুলোকে নিয়ে মহাদেশীয় এই টুর্নামেন্টের ইতিহাসও বেশ সমৃদ্ধ। প্রায় ৪ দশকের যাত্রায় এখন পর্যন্ত ১৬ টা আসর মাঠে গড়িয়েছে। এর মধ্যে রয়েছে বহু কিংবদন্তির পদচ্ছাপ আর শত শত রেকর্ডের গল্প।
এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ডটা কার? চলুন দেখে নেওয়া যাক, এই রেকর্ড গল্পে কাদের নাম জড়িয়ে আছে।
- সনাথ জয়াসুরিয়া (৩৭৮ রান) – শ্রীলঙ্কা
বলা হয়ে থাকে, আধুনিক ব্যাটিংয়ের শুরুটা তাঁর হাত ধরেই হয়েছিল। একটা সময় ব্যাটিং পাওয়ার প্লে ছিল না। কিন্তু বোলারদের উপর শুরু থেকেই তাণ্ডব চালাতেন লঙ্কান এ বাঁ-হাতি ব্যাটার। ১৯৯৬ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগরও ছিলেন তিনি। হয়েছিলেন সেবারের বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট।
তবে বিশ্বজয়ী এ ক্রিকেটার নিজের আগ্রাসনের ছাপ রেখেছিলেন এশিয়া কাপেও। এমনিতে এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার তিনি। এ ছাড়া এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডটাও তাঁর দখলে।
২০০৮ এশিয়া কাপে ৫ ইনিংসে ৭৫.৫৯ গড়ে ৩৭৮ রান করেছিলেন তিনি। তাঁর এমন ব্যাটিং আগ্রাসনে সেবারের এশিয়া কাপ শিরোপাও গিয়েছিল শ্রীলঙ্কার ঘরে।
- সুরেশ রায়না (৩৭২ রান) – ভারত
২০০৮ সালের ঐ আসরেই সনাথ জয়াসুরিয়ার সাথে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে পাল্লা দিয়েছিলেন সুরেশ রায়না। শেষ পর্যন্ত যদিও পেরে ওঠেননি। তবে ঐ আসরে জয়াসুরিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৭২ রান এসেছিল তাঁর ব্যাট থেকেই।
২ সেঞ্চুরি আর ২ ফিফটিতে ভারতীয় এ ব্যাটার সে আসরে রান করেছিলেন ৭৪.৪০ গড়ে। তবে শেষ পর্যন্ত সেবারের এশিয়া কাপে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।
- বিরাট কোহলি (৩৫৭ রান) – ভারত
২০১২ এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল ভারত। কিন্তু সেবার ব্যাট হাতে রীতিমত আগ্রাসন চালিয়েছিলেন বিরাট কোহলি। মাত্র ৩ ম্যাচে ১১৯ গড়ে করেছিলেন ৩৫৭ রান।
যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৮৩ রান। তবে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েও সেবার ভারতকে ফাইনালে তুলতে ব্যর্থ হয়েছিলেন কোহলি।
- বীরেন্দ্র শেবাগ (৩৪৮ রান) – ভারত
২০০৮ এশিয়া কাপে স্বপ্নের মতো একটি সময় কাটিয়েছিলেন বীরেন্দ্র শেবাগ। একটি শতক ছাড়া খেলেছিলেন দুটি পঞ্চাশোর্ধ ইনিংস।
পুরো টুর্নামেন্টে প্রায় ৭০ গড়ে সেবার তিনি করেছিলেন ৩৪৮ রান। তবে শেষ পর্যন্ত ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল তাদের।
- কুমার সাঙ্গাকারা (৩৪৫ রান) – শ্রীলঙ্কা
২০০৮ এশিয়া কাপে সর্বোচ্চ ৩ টা সেঞ্চুরি করেছিলেন কুমার সাঙ্গাকারা। যদিও ঐ আসরের বাকি ৩ টি ম্যাচে ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি।
তবে, ৫৭.৫০ গড়ে ৩৪৫ রান করে হয়েছিলেন সেবারের এশিয়া কাপের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহ ব্যাটার। এশিয়া কাপের ইতিহাসে এক আসরে রান তোলার দিক দিয়ে যেটি আবার পঞ্চম সর্বোচ্চ।