টি-টোয়েন্টি ক্রিকেটে একা হাতেই ঘুরিয়ে দেওয়া যায় ম্যাচের মোড়। আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নিশ্চয়ই দেখা যাবে সেই ঝলক। কাড়ি কাড়ি টাকার এই ফ্রাঞ্চাইজি লিগে খেলতে আসেন বিশ্বের সব নামিদামি খেলোয়াড়রা।
প্রতিটি দলেই আছেন বিশ্বসেরা কিছু ক্রিকেটার, যারা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন। তাঁদের উপরেই ভরসা থাকবে দলগুলোর। কারা সেই তুরুপের তাস, যারা বদলে দিতে পারেন ম্যাচের মোড় গতি বিধি? চলুন জেনে নেওয়া যাক।
- রাচিন রবীন্দ্র (চেন্নাই সুপার কিংস)
ব্যাটিং কিংবা বোলিং সবেতেই পটু রাচিন রবীন্দ্র। দারুন ছন্দে থাকা এই কিউই অলরাউন্ডার হয়ে উঠতে পারেন চেন্নাই সুপার কিংসের ত্রাতা। তার ধারাবাহিক ভালো করার সক্ষমতা চেন্নাইয়ের শক্তিমত্তা আরও সমৃদ্ধ করবে।
- মায়াঙ্ক যাদব ( লখনৌ সুপার জায়ান্টস)
ভারতের অন্যতম গতিদানবের নাম মায়াঙ্ক যাদব। নিজের দিনে গতিতে নাচিয়ে দিতে পারেন বিশ্বের যেকোনো ব্যাটারকে। লখনউ সুপার জায়ান্টসের এই পেসার প্রস্তুত এবারের আইপিএলে নিজের ধারালো ইর্য়কার দিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে।
- স্পেন্সার জনসন (কলকাতা নাইট রাইডার্স)
টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম বিধ্বংসী বোলার স্পেন্সার জনসন। নির্ভুল লাইন লেন্থ এর সাথে তীক্ষ্ণ গতি তাকে এবারের আইপিএলে ভয়ংকরী করে তুলে পারে। কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা ধরে রাখতে বড় ভূমিকা পালন করতে পারেন তিনি।
- রাশিদ খান (গুজরাট টাইটান্স)
ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বড় তারকাদের একজন রাশিদ খান। মহাগুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়া বা ব্যাট হাতে ক্যামিও খেলা, কি পারেন না তিনি! গুজরাট টাইটান্সের বড় ভরসার জায়গা তিনি অবশ্যই।
- জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (দিল্লী ক্যাপিটালস)
জ্যাক ফ্রেজার ম্যাকর্গাক, উঠতি অজি তারকা। গত আইপিএল থেকেই দিল্লি ক্যাপিটালসের হয়ে মারকাটারি ব্যাটিং করে চলেছেন এই তরুণ তুর্কী। এই আসরেও তার থেকে একই পারফরম্যান্স আশা করবে নিশ্চয়ই দিল্লি।
- অভিষেক শর্মা (সানরাইজার্স হায়দ্রাবাদ)
ভারতের অন্যতম প্রতিশ্রুতিশীল তারকা অভিষেক শর্মা। নিজের দিনে চার-ছক্কার বন্যা বইয়ে দেন বাইশ গজে। গত আসরের মত এই আসরেও তার থেকে ইনিংসের শুরুতেই ঝড়ো ব্যাটিংয়ের প্রত্যাশা থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদের।
- ট্রেন্ট বোল্ট (মুম্বাই ইন্ডিয়ানস)
দীর্ঘ তিন বছর পর আবারও মুম্বাইয় ইন্ডিয়ান্সের ডেরায় ভিড়েছেন ট্রেন্ট বোল্ট। নতুন বলে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে তার থেকে ভালো আর ক’জনই বা পারে? মুম্বাইয়ের অন্যতম বড় হাতিয়ার হতে যাচ্ছেন তিনি নি:সন্দেহে।
- লিয়াম লিভিংস্টোন (রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)
ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার লিয়াম লিভিংস্টোন এবার খেলবেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। উইকেটের চারপাশে চার ছক্কার ডামাডোলে একাই ভড়কে দিতে পারেন তিনি প্রতিপক্ষকে। প্রথম শিরোপার খোঁজে ছুটে চলা আরসিবির দিশারী হয়ে উঠতে পারেন তিনি।
- গ্লেন ম্যাক্সওয়েল (পাঞ্জাব কিংস)
একা হাতে যে ম্যাচের চিত্রনাট্য পাল্টে দেওয়া যায় এটা গ্লেন ম্যাক্সওয়েল থেকে আর কে ভালো জানেন! নিজের দিনে তার থেকে ভয়ংকর ব্যাটার খুঁজে পাওয়া বড্ড কঠিন। পাঞ্জাব কিংসের ‘ঘরের ছেলে’ আবার ফিরেছে তাদের ডেরায়। শিরোপায় চোখ রাখা দলটার সেনানী তো ম্যাক্সওয়েল নি:সন্দেহেই।
- যশস্বী জয়সওয়াল (রাজস্থান রয়্যালস)
তরুণ যশস্বী জয়সওয়াল কয়েক বছর ধরেই রাজস্থান রয়্যালসের ভরসার নাম। সময়ের সাথে সাথে আরও পরিপক্ব হয়ে উঠেছেন তিনি। দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠার সব গুণাবলীই রয়েছে তার মধ্যে।