হাইভোল্টেজ সমীকরণ

রক্তের চাপ বাড়িয়ে দেয়া উত্তেজনা, অসম্ভব এক মুগ্ধতা লুকিয়ে থাকে একটি ইউরোপীয় ফুটবল টূর্নামেন্টে, উয়েফা চ্যাম্পিনয়স লিগে। ইউরোপের সেরা ক্লাবগুলোর লড়াই তাই এমনিতেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তবে এই টুর্নামেন্টের দুর্দান্ত সব ঘুরে দাঁড়ানোর গল্প আর নাটকীয় সব ফলাফল ফুটবলভক্তদের যেন নব্বই মিনিট ধরে সম্মোহিত করে রাখে।

রক্তের চাপ বাড়িয়ে দেয়া উত্তেজনা, অসম্ভব এক মুগ্ধতা লুকিয়ে থাকে একটি ইউরোপীয় ফুটবল টূর্নামেন্টে, উয়েফা চ্যাম্পিনয়স লিগে। ইউরোপের সেরা ক্লাবগুলোর লড়াই তাই এমনিতেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তবে এই টুর্নামেন্টের দুর্দান্ত সব ঘুরে দাঁড়ানোর গল্প আর নাটকীয় সব ফলাফল ফুটবলভক্তদের যেন নব্বই মিনিট ধরে সম্মোহিত করে রাখে।

২০২১-২২ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রায় অর্ধেক শেষ। বাকি আছে শুধু উজ্জ্বলতম পর্বগুলো; কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল। ইতোমধ্যে অবশ্য পিএসজি’র বিপক্ষে রিয়াল মাদ্রিদের দুর্ধর্ষ কামব্যাক, শক্তিশালী আয়াক্সের বিপক্ষে বেনফিকা’র অপ্রত্যাশিত জয় এবং ম্যান ইউনাইটেড, জুভেন্টাসের বাদপড়া এর মত ঘটনা চ্যাম্পিয়ন্স লীগের এবারের মৌসুমে দেখা শেষ দর্শকদের। এই মৌসুমে রাউন্ড অব সিক্সটিন এর পথ পাড়ি দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছে আট দল – বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি এফসি, লিভারপুল, ভিয়ারিয়াল এফসি এবং বেনফিকা।

১৮ মার্চ ২০২২, বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেমি ফাইনালে যাওয়ার পথে কাকে লড়তে হবে কার সাথে আর সেমির সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে সেই ফয়সালা হয়েছে ড্র য়ের মাধ্যমে।

  • লিভারপুল বনাম বেনফিকা

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই ইংলিশ জায়ান্ট লিভারপুল এর বিপক্ষে মাঠে নামবে পর্তুগিজ ক্লাব বেনফিকা। এই লড়াইয়ে পরিষ্কার ভাবেই ফেভারিট থাকবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে রাউন্ড অব সিক্সটিনে আয়াক্সকে হারানো বেনফিকা আরো একবার অঘটনের আশায় মাঠে নামবে অলরেডদের বিপক্ষে। দুইদলের প্রথম লেগ পর্তুগালের দ্য ল্যুজ স্টেডিয়ামে ৬ এপ্রিল এবং দ্বিতীয় লেগ এনফিল্ড স্টেডিয়ামে ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।

  • ম্যানচেস্টার সিটি বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ

আগের রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে টূর্নামেন্ট থেকে ছিটকে ফেলা স্পেনের বর্তমান চ্যাম্পিয়নরা এবার মুখোমুখি হবে ম্যানচেস্টারের আরেক ক্লাব ম্যানসিটি’র। ধারেভারে ইউনাইটেড থেকে এগিয়ে থাকা ম্যানসিটির বিপক্ষে অবশ্যই আন্ডারডগ হিসেবেই খেলবে সিমিওনে’র দল।

দুইদলই নিজেদের ঘরোয়া লিগের বর্তমান শিরোপাধারী দল আর এই দুই চ্যাম্পিয়ন দলের ম্যাচে বিশ্ব তাকিয়ে থাকবে পেপ গার্দিওলা আর ডিয়েগো সিমিওনে’র ট্যাকটিকাল লড়াইয়ের দিকে।

৬ এপ্রিল ইতিহাদে এই দুই দল প্রথম লেগে মাঠে নামবে আর দ্বিতীয় লেগ খেলতে ১৪ই এপ্রিল মাদ্রিদ ভ্রমনে যাবে চ্যাম্পিয়ন্স লীগের হট ফেভারিট ম্যানসিটি।

  • রিয়াল মাদ্রিদ বনাম চেলসি এফসি

কোয়ার্টার ফাইনালের প্রথম ড্র’ তেই নির্ধারিত হয়েছিল রিয়াল মাদ্রিদ আর চেলসি এফসি’র ম্যাচ। গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে চেলসি কাছে হেরেই সেমি থেকে বিদায় নিয়েছিলো লস ব্ল্যাঙ্কোসরা এবার তাই প্রতিশোধ স্পৃহা নিয়েই ব্লুজ দের মুখোমুখি হবে তারা।

অন্যদিকে চেলসি চাইবে গত মৌসুমের পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও রিয়াল মাদ্রিদ বাঁধা টপকে যেতে। এই দুই সম শক্তির মহাযুদ্ধের প্রথম পর্ব হবে ৭ই এপ্রিল স্ট্যামফোর্ড ব্রিজে এবং অন্তিম পর্ব ১৩ই এপ্রিল স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু-তে।

  • বায়ার্ন মিউনিখ বনাম ভিয়ারিয়াল এফসি

চ্যাম্পিয়নস লিগে যে দলকে মোটামুটি সবাই সমীহ করে, এড়িয়ে যেতে চায় সেই দল বায়ার্ন মিউনিখ। তবে কোয়ার্টার ফাইনালের বাকি ছয় দল এড়িয়ে গেলেও ভিয়ারিয়াল তাদের সামনে পেয়েছে জার্মান মনস্টার বায়ার্নকে। এর আগের পর্বেই সালজবুর্গকে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলে উড়িয়ে দেয়া বায়ার্ন মিউনিখ এবার সেমির টিকেট কাটতে চাইবে ভিয়ারিয়ালকে হারিয়ে।

তবে এটি চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ, কোন দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। ৭ই এপ্রিল ঘরের মাঠে জার্মান চ্যাম্পিয়নদের আতিথেয়তা দিবে স্প্যানিশ ক্লাবটি এবং ১৩ই এপ্রিল অ্যালেঞ্জ এরেনা’তে দ্বিতীয় লেগ খেলতে নামবে দুইদল।

  • সেমিফাইনাল ও ফাইনাল

কোয়ার্টার ফাইনালে লিভারপুল এবং বেনফিকা ম্যাচের জয়ীদল, বায়ার্ন মিউনিখ বনাম ভিয়ারিয়াল ম্যাচের জয়ীদলের বিপক্ষে খেলবে সেমিতে। এবং রিয়াল মাদ্রিদ অথবা চেলসি ফাইনালে যাওয়ার জন্য লড়বে ম্যানসিটি কিংবা অ্যাতলেটিকো এর বিপক্ষে। সেমিফাইনালের প্রথম লেগ ২৭ এপ্রিল এবং দ্বিতীয় লেগ হবে ৪ই মে। এবং সর্বশেষ ২৯ই এপ্রিল পার্ক দ্য প্রিন্সেসে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের।

লিভারপুল-বেনফিকা কিংবা ম্যানসিটি-অ্যাতলেটিকো মাদ্রিদ এর আগে কখনোই চ্যাম্পিয়ন লীগে মুখোমুখি হয়নি একে অপরের। প্রথমবারের মতই ফুটবলের এই লড়াইয়ে শেষ হাসি হাসবে কারা? অন্যদিকে ভিয়ারিয়াল দুইবারের দেখায় কখনোই হারাতে পারেনি বায়ার্নকে, এবারের ফলাফল কি হতে পারে?

সবচেয়ে বিস্মিত করার মত তথ্য চেলসির বর্তমান কোচ টমাস টুখেল কখনোই হারেননি রিয়াল মাদ্রিদের কাছে। ছয়বারের দেখায় সবসময়ই অপরাজিত ছিলেন টুখেল; রিয়ালের বর্তমান কোচ আনচেলত্তি অবশ্য হেড টু হেডে এগিয়ে আছেন জার্মান টেকনিশিয়ানের চেয়ে। এবারও কি টুখেল অল হোয়াইটদের বিপক্ষে তার ‘আনবিটেন স্ট্রিক’ চলমান রাখবেন নাকি আনচেলত্তি দেখাবেন বুড়ো হাড়ের ভেলকি?

জানেন নিশ্চয়ই কোয়ার্টার ফাইনালের সব ম্যাচই বাংলাদেশ সময় রাত দুইটায়; অন্যদিকে সেমি ফাইনালের ম্যাচগুলো এবং ফাইনাল ঠিক রাত একটায়। সেমিফাইনালে লড়বে কারা আর ফাইনালিস্টই হবে কোন ক্লাব? রূপালি সেই গর্বের ট্রফি ছুঁয়ে দেখবে কোন দল? হাইভোল্টেজ সব ম্যাচ আর নানারকমের সমীকরন; মিস করার কথা নয় কোন ফুটবল ভক্তেরই। ক্যালেন্ডারের পাতায় দাগ কেটে এবার তবে অপেক্ষা করতে থাকেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিখ্যাত আবহ সঙ্গীত বেজে ওঠার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...