অদ্ভুত আউট ও অ্যাঞ্জেলো ম্যাথুস, গল্পের পুনরাবৃত্তি

অদ্ভুত উপায়ে আউট হওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের। বোল্ড নয়, কট নয় বরং ক্রিকেট নামক আলো ঝলমলে খেলার যেসব নিয়ম অধিকাংশ সময় আড়ালে আবডালে থাকে সে সব নিয়মে আউট হতেই বোধহয় আনন্দ পান তিনি। এই তো গত বিশ্বকাপে টাইমড আউট হয়েছিলেন, এবার হিট আউট হলেন আফগানিস্তানের বিপক্ষে।

একটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলতে কয়েকদিন আগে শ্রীলঙ্কা উড়াল দিয়েছিল আফগানরা। সিরিজের একমাত্র টেস্ট মাঠে গড়িয়েছে চলতি মাসের শুরুতেই, প্রথম ইনিংসে সফরকারীরা ১৯৮ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাটিং নামে লঙ্কানরা; চার নম্বরে নামা ম্যাথুসও পান বড় রান।

১৬তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে আরও সামনে এগিয়ে যাচ্ছিলেন তিনি, এতদূর পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তবে কায়েস আহমেদের বলে পুল খেলতে গিয়ে হিট আউট হয়ে যান এই অভিজ্ঞ ক্রিকেটার।

সাধারণ হিট আউট হলেও একটা কথা ছিল, কিন্তু এই আউট দেখতেও বড্ড হাস্যকর। লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়া একটা লুজ ডেলিভারি পেয়েই পড়ি মরি করে মারতে গিয়েছিলেন তিনি। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ব্যাট আঘাত হানে স্ট্যাম্পে। ফলাফলঃ ১৪১ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে।

এছাড়া প্রথম ব্যক্তি হিসেবে লঙ্কান তারকার আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হওয়ার ঘটনা তো সবারই জানা। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বাইশ গজে আসতে আসতে দেরি করে ফেলেছিলেন তিনি, আম্পায়ারদের সতর্ক বার্তা শোনা সত্ত্বেও তাড়াহুড়ো ছিল না তাঁর মাঝে।

এরই ফাঁকে আবার হেলমেটের স্ট্র্যাপ খুলে যায়, ঠিক সে সময় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান আপিল করে বসেন। আইসিসির নিয়মানুযায়ী আউট দেন মাঠে থাকা আম্পায়াররা। সেটা নিয়ে অবশ্য অনেক জল ঘোলা হয়েছে, বলতে গেলে পুরো ক্রিকেট বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল এই ইস্যুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link