চলছে অপ্রতিরোধ্য রংপুরের দাপট!

শেষ পর্যন্ত সাকিবের দুবাই ক্যাপিটালস সোহানের রংপুর রাইডার্সকে টেক্কা দিতে পারল না। পরাজয়ের গ্লানি নিয়েই সাকিবদের শেষ করতে হল এবারের আসর। আর অপ্রতিরোধ্য রংপুর পা রেখে দিল ফাইনালের মঞ্চে।

শেষ পর্যন্ত সাকিবের দুবাই ক্যাপিটালস সোহানের রংপুর রাইডার্সকে টেক্কা দিতে পারল না। পরাজয়ের গ্লানি নিয়েই সাকিবদের শেষ করতে হল এবারের আসর। আর অপ্রতিরোধ্য রংপুর পা রেখে দিল ফাইনালের মঞ্চে।

একজনের কাঁধের উপর ভর করে ম্যাচ জেতা যায় না, কালেভদ্রে হলেও সেটা প্রতিনিয়ত হয় না। শেষ পর্যন্ত তাই ৮ রানের পরাজয় সঙ্গী হলো সাকিবদের। ৪ ম্যাচের মধ্যে তিনটাতেই হার, একটা মাত্র জয় এসেছে তাও আবার সাকিবের কল্যাণে।

আজকেও বল হাতে দুর্দান্ত এক স্পেল করেছেন, চার ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। তবে বাকিদের ব্যর্থতায় দিনশেষে সবই রঙহীন।

সাকিবের দলের বিপক্ষে সোহানের রংপুর রাইডার্স, একটা আলাদা আমেজ ছিল সবার মনেই। শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আসে কাপ্তান সোহানের কাছ থেকে। তবে তিন রানের মাথায় ইব্রাহিম জাদরান ফিরে গেলে ধাক্কা খেতে হয় দলটিকে।

এরপর অবশ্য সৌম্য সরকারের ব্যাটে বেশ ভালোভাবেই এগোচ্ছিল রংপুরের ইনিংস। তবে তাঁর পথের কাঁটা হয়ে দাঁড়ালেন সাকিব আল হাসান। একটা ছক্কা হজমের ঠিক এক বল পরেই চিরাচরিতভাবে সৌম্যকে ফেরান সাকিব। ৭৫ রানে চার উইকেট হারিয়ে তখন কোনঠাসা রংপুর।

সেসময়টাই দলের হাল ধরেন ইফতিখার আহমেদ। ইনিংস গড়ার দায়িত্ব নেন, একপ্রান্ত আগলে রাখেন। তবে অপরপ্রান্তে একটা ঝড় উঠে, সোহানের ব্যাটিং ঝড়। এর আগেও বহুবার ফিনিশিং রোলে দায়িত্ব সামলেছেন সুনিপুণভাবে, আজকেও ঠিক তাই করে দেখালেন।

দিনশেষে ১৮ বলে ৩৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে এনে দেন ১৫৮ রানের লড়াকু পুঁজি। গায়ানার ট্রিকি কন্ডিশনে দুবাই ক্যাপিটালসের এই রান চেজ করাটা প্রায় অসম্ভবই ছিল। হলোও তাই। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটার হাল ধরতে পারেনি কেউ।

সাদিকুল্লাহর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৮ রান। সাকিবও ব্যর্থ হয়েছেন, মাত্র ৩ রান করেছেন সাত বল খেলে। শেষ দিকের ব্যাটাররা কিছুটা চেষ্টা করলেও পরাজয় এড়াতে আর পারেনি। ১৫০ রানেই থামে দুবাইয়ের ইনিংস। সেই সাথে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স অপরাজিত থেকেই জাহাজ ভেড়ালো ফাইনালের তীরে। আরেকটা গ্লোবাল সুপার লিগের শিরোপা নিজেদের ঘরে তোলার হাতছানি এখন সৌম্য-সোহানদের সামনে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link