চাহাত ফাতেহ আলী খান, ক্রিকেটার থেকে ‘ভাইরাল’ গায়ক!

বর্তমানে গানের ভিডিওর জন্য বেশ পরিচিত মুখ চাহাত ফাতেহ আলী খান। তবে খুব কম মানুষই জানেন যে তিনি এক সময় পাকিস্তানের প্রথম শ্রেনীর ক্রিকেটার ছিলেন।

চাহাত ফাতেহ আলী খান – ভাইরাল ভিডিও’র সুবাদে এই নামের মানুষটাকে আজকাল কে না চেনে! স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে তিনি খুবই পরিচিত একটি নাম। নিজের গাওয়া গানের বেশ কিছু বিচিত্র রকমের ভিডিও ভাইরাল করে তিনি রীতিমত সারা ফেলে দিয়েছেন অনলাইন দুনিয়ায়।

তবে, মজার ব্যাপার হল,  খুব কম মানুষই জানেন যে তিনি এক সময় পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। চাহাত ফাতেহ আলী খানের আসল নাম কাশিফ রানা। তিনি পাকিস্তানের শেখপুরায় জন্মগ্রহণ করেন।

কাশিফ ১৯৮৩-৮৪ মৌসুমে কায়েদ-ই-আজম ট্রফিতে লাহোরের হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। যেখানে তিন ইনিংসে ১৬ রান করেন তিনি। পরবর্তীতে উন্নত ভবিষ্যতের জন্য যুক্তরাজ্যে চলে যান তিনি। সেখানেও দীর্ঘ ১২ বছর ক্লাব ক্রিকেট খেলেন কাশিফ রানা।

সদ্য কাশিফ তাঁর গানের জন্য ‘চাহাত ফাতেহ আলী খান’ হিসেবে বেশ পরিচিত হয়ে উঠেন। তার মজাদার গান বলার ধরণের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। এ বছরের শুরুর দিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়েও গান করেন তিনি। তাঁর গানগুলোর মধ্যে ‘লোটা লোটা’, ‘গোল কাট্টারা’ এবং ‘তু চোর চোর চোর’ গানগুলো অনেক জনপ্রিয়।

খেলোয়াড়ী জীবনে ক্রিকেটার হিসেবে কাশিফ সম্ভবত খুব একটা মন্দ ছিলেন না। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী বোলার আকিব জাভেদ তার অধিনায়কত্বে স্কুল ক্রিকেট খেলেছিলেন।

তিনি বলেন, ‘আকিব জাভেদকে শেখুপুরার সরকারি স্কুলের ক্রিকেট দলে আমি বাছাই করি, তিনি আমার অধিনায়কত্বে স্কুলে ক্রিকেট খেলেছিলেন।’ কাশিফ তার এই বক্তব্যের জন্য বেশ হাস্যরসের পাত্রও হন।’

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...